সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


বোধের অতীত : এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল


প্রকাশিত:
২৮ জুন ২০২০ ২২:২৩

আপডেট:
১২ জুলাই ২০২০ ২২:৫৬

 

আজ কোনটে যাই, কোনটে যাইয়া- 
মনের লগে একলা কথা কই? 
‘কার সাথে জীবন জড়ালি ও পাগল মন’! 
জীবনের হাটে লেনাদেনা করে; মরণের হাটে 
দরদাম কর ক্যানে? জানতে ইচ্ছা লয়।
আমার সময়ের আগেই তবে
তোমার সময় হবে; পান্তা ভাতে লবণ ছাড়া
যেমন আইন্না লাগে; তোমার সঙ্গে ছাড়া আমার
ত্যামনি য্যানো কাটে। যাবি যদি চলি,
য্যাতি চলি আগে, ক্যানো গাঁট বান্ধাইলি?
পরাণের সাথে পরাণ বান্ধিয়া, দিলের জখম
স্মৃতি বানাইয়া, এ্যামনে ক্যান গেলি?
আষাঢ় যায় ভাইস্যা ভাইস্যা
শ্রাবণ আইলে চক্ষু নাহি মানে,
কোন বাদলের ধারায় 
সমদ্দুর ওইঠা আইসে বাড়ি!

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top