সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


অপেক্ষা : হাবিবা লাবনী


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ২৩:১৪

আপডেট:
২২ জুলাই ২০২০ ২৩:১৭

 

এতটুকু বোধোদয় হয়েছে চেতনার মানষপটে,
আর কিছুই পেতে চাইনা হারানোর ভয়ে;
তোমার আমার কষ্টগুলো জমা করে রাখলাম।
আবার যদি কখনো সময় হয়
একসাথে হাতে রাখবো হাত।
জমানো কথাগুলো ফুলঝুড়ি ছড়াবে,
আবার আমার গাল টিপে দিবে,
শাসন করবে, চিৎকার করবে, আদর করবে
মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিবে।
বড্ড বেশী ভালোবেসে ফেলেছি তোমাকে।
আরো বেশী ভালোবাসি তোমার ঐ চোখদুটোকে
যে চোখে নির্বাক হয়ে আমায় শাসন করো
আমি অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকি।
আর তোমার ঐ ঠোটের ফাঁকে দেখি বিজয়ের হাসি।
ভালোবাসি তোমার ঐ হাত দুটিকে
যে হাতের মুঠিতে আমার হাতদুটো প্রাণ ফিরে পায়।
ভালোবাসি তোমার বুকের মাঝখান টা
যেখানে আমায় ঝাপটে রাখো।
আমি চূর্ণবিচূর্ণ হয়ে হারিয়ে যাই
শরীরের সমস্ত ইলেকট্রণ-প্রোটণের বিক্রিয়ায়
প্রতিটি কোষে আনন্দের সঞ্চরণ ঘটে;
এক স্বর্গীয় অনুভূতি বয়ে যায় আপাদমস্তক।
তুমিও যেমন পারবেনা আমিও পারবোনা হারাতে
আবার দেখা হবে কথা হবে 
স্পর্শে মাতোয়ারা হয়ে ফিরে পাবে প্রাণ।
ভালোবাসা বেঁচে ফিরে হোক অপেক্ষমাণ।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top