সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


বিষাক্ত সভ্যতা : সুকান্ত দাস


প্রকাশিত:
২৩ জুলাই ২০২০ ২৩:০৮

আপডেট:
১৯ মে ২০২৪ ২২:০৭

 

নির্জন প্রান্তর ফিকে হয়ে আসে গোধূলির রঙে,
সভ্যতার উল্লাস  আজ বদলে গেছে স্তব্ধতায়
মৃত্যুর দীর্ঘশ্বাস আনাচে কানাচে; বিষাদের আবহে
গ্রাস করে একরাশ ভয়, উৎকণ্ঠা।
পরাজিত মানবতা বিষাক্ত ধরণীর রূপ দেখে,
নিঃসঙ্গ আকাশে মৃত্যুর কোলাহল,
নির্মম বাতাসে শোনা যায় একমুঠো খাবারের হাহাকার।
বদলে গেছে আমার স্নেহময়ী পৃথিবী,
বিষাক্ত রক্ত তার সারা ধমনী জুড়ে,
নিষিদ্ধ রাত্রি কেঁদে ওঠে স্তব্ধ শোকে,
ফিরে পেতে চায় যন্ত্রণাহীন বাঁচার উপকরণ।

ধুলা মাখা পথ বেদনার আচ্ছন্নে ক্লান্ত,
শোনা যায় না ফেরিওয়ালাদের সুর করা হাঁক,
আড্ডা দেওয়া বেকারের দল আতঙ্কিত,
অভুক্ত কুকুরগুলো খুঁজে চলে এঁটো পাতা,
চৌকাঠের ওপারে শোনা যায় মৃতুভয়,
প্রেমিক আজ চিঠি লেখে সংগোপনে
জমে থাকা কথা বলা হয় না তিস্তার পাড়ে,
নিস্তব্দ জীবন পথে ছন্দহীন সর্বনাশের ভাষা,
এই বুঝি কোনো মহাপ্রলয়ের দামামা বাজে,
চুপি চুপি কেউ যেন মহাযুদ্ধের নকশা আঁকে।

কত কত এমন সভ্যতা মুছে গেছে
হারিয়ে গেছে ইতিহাসের পাতায়,
বয়ে চলা সময়ের গতিপথে কান পাতলে
আজও শোনা যায় সেদিনের হাহাকার,
মৃত্যুর মোড়কে মোড়া কত কত সভ্যতা
পাড়ি দিয়েছে চিরতরের ঘুমে,
অসহায় যন্ত্রণায় অব্যক্ত ক্রন্দনে
কত ভালোবাসা বিলীন হয়েছে অনিশ্চিতে।

বিষাক্ত বিষের স্পর্শে আবার কি হারাবে সভ্যতা?
ফিরে পেতে চায় সেদিনের প্রত্যয়ী সকাল,
মুক্ত স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যাবে মন,
পেতে চায় সোনালী ধানের উপর রোদের হাসি
মেঠোপথে কৃষকের আনাগোনা,
হাসি খুশি ভরা প্রস্ফুটিত কলতান,
পাহাড়ের গা বেয়ে আপন খেয়ালে ঝর্নার সারিগান,
ফিরিয়ে দাও মানবতা ভরা পৃথিবী
যন্ত্রণাহীন বেঁচে থাকার উপকরণ।।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top