সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


লকডাউন : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২০ ২১:২৫

আপডেট:
১৫ অক্টোবর ২০২০ ২১:০৮

 

খুঁজে নিও,
বৈশাখী ঝড়ের রথে ভাসিয়ে
দিয়েছি এক মুঠো
উষ্ণ চুম্বন।

কোথাও যাওয়ার নেই,
চলছে লকডাউন ....

বুঝে নিও,
বিদ্যুতের ঝলক আর বজ্র নিনাদ
শেষে শীতল বৃষ্টির ফোঁটায় তারা
ছুঁয়ে যাবে তোমার অধর।

কোথাও যাওয়ার নেই,
চলছে লকডাউন...

তুমুল শ্রাবণ শেষে উঁকি দেয়া
এক চিলতে মিঠে-কড়া রোদ্দুরের
মতো আমার পরশ,
বুঝে নিও ।

যেন শত-শত আলোকবর্ষ দূরে আছি
তুমি-আমি, আমি-তুমি
আমরা দুজন ।

কোথাও যাওয়ার নেই
চলছে লকডাউন..

 

রোজীনা পারভীন বনানী 
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top