সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ধর্ষিতা কেন অসহায় : মোঃ টুকু রহমান


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২০ ২২:৫১

আপডেট:
২০ মে ২০২৪ ০২:৩৮

 

ধর্ষণের ছড়াছড়ি, কি করে
এ থেকে বাঁচি ?
ধর্ষণ আদিকালেও ছিল,
এখনো আছে, গোপনে প্রকাশ্যে।

ধর্ষণের চর্চা, কিছু মানুষের কাছে
ভারী মজা, নেই কোন অনুশোচনা
এরা হিংস্র নর পশু, পাষন্ড।
ধর্ষকদের হৃদয় পাথরের মত শক্ত
কারো কান্না চিৎকার,
কানে পৌঁছায় না, আহাজারি শূনে
কেউ এগিয়ে আসে না।

নির্জন জনপদে ধর্ষকের থাবা
লম্পট কুকুরের ভয়ংকর তাড়া
টেনে হেঁচড়ে নিয়ে যায় গভীর
জংগলের কুঠুরি ঘরে
নর পাষন্ড ধর্ষক তরুণীর
নিষিদ্ধ এলাকায় ঘুরাঘুরি
শুরু হয়ে যায় ধস্তাধস্তি,
জাবরদস্তি, গিলে খায়,
শরীরের সুন্দর জায়গা,
অসহায় শরীর পড়ে থাকে রাস্তায়
খবর হয় পএিকায় পাতায়,
নানা মিডিয়ায়।
সংবাদ সম্মেলনে
তরুণী চিৎকার করে বলে
আমি ধর্ষিতা, সবাইকে জানায়
বিচারের আকুতি,
পায় না কারো সহানুভূতি
নিভৃতে চোখের জল শান্তনার বাতি।

আমি কেন অবহেলিত, ঘৃনিত?
জবাব চাই, জবাব আছে কি?
উওর নাই,
ধর্ষিতা কেন অসহায়?
বিবেকবান মানুষের হৃদয়কে
কবে দিবে নাড়া?

 

মোঃ টুকু রহমান
ঢাকা, বাংলাদেশ



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top