সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১২ আগস্ট


প্রকাশিত:
১০ জুন ২০১৯ ০৩:০৪

আপডেট:
৩ মে ২০২৪ ০২:১৮

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১২ আগস্ট

মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে ১ আগস্ট। সেই হিসাবে এ অঞ্চলে ঈদুল আজহা পালিত হবে ১১ আগস্ট।



খালিজ টাইমস জানায়, আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জিলহজের নতুন চাঁদের সম্ভাব্য এ তারিখ ঘোষণা করে।



আইএসি’র ডিরেক্টর মোহাম্মদ শওকত বলেন, “আশা করি জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে কোনো ধরনের মতভেদ হবে না।” 



তিনি বলেন, “আরব বিশ্বের অধিকাংশ এলাকায় মানুষ খালি চোখে এবং টেলিস্কোপের মাধ্যমে খুব সহজে এবং পরিষ্কারভাবে জিলহজের নতুন চাঁদ দেখতে পাবে।”



প্রতিবছর জিলহজের নতুন চাঁদ দেখার দিন ঘোষণা করে সৌদি আরব। অধিকাংশ মুসলিম দেশই এই তারিখ মেনে নেয়, যেহেতু ঘোষিত দিন অনুসারে পবিত্র হজের আনুষ্ঠানিকতাও সম্পর্কিত।



তবে দক্ষিণ-পূর্ব এশিয়া, উপমহাদেশসহ বাংলাদেশে চাঁদ দেখা অনুসারে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করা হয়। সে হিসাবে এসব অঞ্চলে জিলহজের নতুন চাঁদ দেখা যাবে ২ আগস্ট। আর ১২ আগস্ট, শুক্রবার ঈদুল আজহা পালিত হবে। তবে ইউরোপ ও পশ্চিম আমেরিকার অধিকাংশ দেশে সৌদি আরবকে অনুসরণ করে।



একইভাবে আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেস (এইউএএস) জানায়, জিলহজের নতুন চাঁদ ওঠার সম্ভাব্য তারিখ ১ আগস্ট।



এইউএএস'র গুরুত্বপূর্ণ সদস্য ইবরাহিম আল জারহওয়ান বলেন, “সূর্যাস্তের পর ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে নতুন চাঁদ।”


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top