সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


শান্তকে বাদ দেয়ার কারণ বললেন তামিম


প্রকাশিত:
২০ মার্চ ২০২১ ১৯:০৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৪:২৩

 

প্রভাত ফেরী: কথা ছিল সাকিবের অনুপস্থিতিতে এখন থেকে তিন নম্বর ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু নিউজিল্যান্ড সফরে দেখা গেল, তিন নম্বর তো নয়ই। একাদশেই রাখা হয়নি শান্তকে। তার বদলে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। যাকে এতোদিন ধরে সাত নম্বরে নামতে দেখা গেছে।

অথচ নিউজিল্যান্ড সফরের আগে কথা ছিল সাকিবের অনুপস্থিতিতে শান্ত। এমনটাই জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক তামিম ইকবালও একই কথায় সায় দিয়েছিলেন।

শান্তকে বাদ দিয়ে সৌম্যকে নেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? এখন এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

ম্যাচ হারের পর সেই ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

তিনি জানালেন, ব্যাট ঘোরানোর পাশাপাশি বলও করতে জানেন সৌম্য। আর সৌম্যর অন্তর্ভূক্তি মানে দল একজন বাড়তি পেসার পাওয়া।

শান্তকে বাদ দিয়ে সৌম্যকে একাদশে নেওয়ার কারণ জানাতে গিয়ে তামিম বললেন, ‘বাংলাদেশে সৌম্য ৭ নম্বরে খেলেছে। কিন্তু আজকের খেলায় কম্বিনেশন দেখেন- আমাদের ষষ্ঠ বোলার ছিল না। ব্যাক ইনজুরির কারণে রিয়াদ ভাই বোলিং করতে পারছেন না। হয়ত পুরো সিরিজেই পারবে না। আমাদের ষষ্ঠ বোলার ছিল সৌম্য।’

নিকট অতীতে ‘বোলিং অলরাউন্ডার’ হিসেবে সৌম্য দলে ছিলেন বলে জানান তামিম।

তামিম আরো বলেন, ‘যে কম্বিনেশনে আজকে খেলেছি ওই হিসেবে ৩ নম্বরে ব্যাট করার জন্য সৌম্যই যথার্থ ছিল। এ কারণেই সৌম্য তিনে খেলেছে। তাছাড়া নিউজিল্যান্ডে আগে খেলারও অভিজ্ঞতা আছে সৌম্যর। এ কারণেই তাকে নেওয়া। দ্বিতীয়ত - পাঁচ বোলার নিয়ে খেলেছি আমরা। পাঁচ বোলারের মধ্যে কেউ ভালো না করলে ষষ্ঠ বাছাই হিসেবে সৌম্যই আছে। এটাও একটা কারণ।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top