সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


আবারও পেছাল বাংলাদেশে নারী বিশ্বকাপ আসর


প্রকাশিত:
২ এপ্রিল ২০২১ ১৮:২০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২২:২৩

 

প্রভাত ফেরী: চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল। যা পিছিয়ে নেয়া হয়েছিল চলতি বছরের শেষের জন্য। পরে আবার দ্বিতীয় দফায় পিছিয়ে এটিকে নেয়া হলো ২০২৩ সালের জানুয়ারিতে। করোনাভাইরাসের কারণে আবার পিছিয়ে দেয়া হলো বাংলাদেশের মাটিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর। আইসিসির সদস্য বোর্ডগুলোর সম্মতিক্রমেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটির সভায় এসেছে এই সিদ্ধান্ত। এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপটি আবারও পেছানোর কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
দলগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখে বিশ্বকাপ বাছাইপর্বের খেলাও পিছিয়েছে আইসিসি। ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বটি এখন হবে ২০২১ সালের ডিসেম্বরে।
এছাড়া নারী ওয়ানডে ক্রিকেটের নিয়মেও আনা হয়েছে খানিক পরিবর্তন। এখন থেকে আর পাঁচ ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লে থাকছে না। আর কোনো ম্যাচ যদি টাই হয়, তাহলে এর ফল মীমাংসা হবে সুপার ওভারের মাধ্যমে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top