সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


সাকিবের পর এবার মাশরাফিকে ছাড়িয়ে যাচ্ছেন তামিম


প্রকাশিত:
১৯ জুলাই ২০২১ ২০:৫৯

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৬:২৮

 

প্রভাত ফেরী: ওয়ানডেতে দেশের হয়ে এতদিন ২৬৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন মাশরাফি। এখন ২৭৬ উইকেট নিয়ে সবার উপরে সাকিব। জিম্বাবুয়ে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান সাকিব আল হাসান। 

সাকিব আল হাসান মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার মাত্র দুই ম্যাচের ব্যবধানে তামিমও ছাড়িয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ককে। 

জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া মাশরাফি দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১৮টি ওয়ানডেতে অংশ নেন।  মঙ্গলবার দুপুর দেড়টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় স্বাগতিকদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। 

এদিন মাঠে নামার মধ্য দিয়ে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে মাশরাফিকে ছাড়িয়ে দ্বিতীয় পজিশনে উঠে যাবেন তামিম। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইতোমধ্যে ২১৮টি ম্যাচ খেলেছেন।  

দেশের হয়ে সবচেয়ে বেশি ২২৭টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজের আগেই জিম্বাবুয়ে সফর থেকে হঠাৎ করেই দেশে ফেরেন মুশফিক। 

২১৫তম ওয়ানডেতে অংশ নিতে যাচ্ছেন সাকিব। দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে পূর্ণ হবে মাহমুদউল্লাহ রিয়াদের।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top