সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বাংলাদেশ  ফুটবল খেলবে নতুন পদ্ধতিতে


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২১ ২১:২৫

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৯:৪৮

 

প্রভাত ফেরী: কিরগিজস্তানের বিশকেকে তিন জাতি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে রোববার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিলিস্তিন; যারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছে স্বাগতিক কিরগিজস্তানের কাছে।

শনিবার অনুশীলন শেষে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন টুর্নামেন্টের জন্য খেলোয়াড়রা শতভাগ প্রস্তুত। তিনি আভাস দিয়েছেন, এই টুর্নামেন্টে বাংলাদেশকে নতুন এক পদ্ধতিতে খেলাবেন কোচ।

জামালের কণ্ঠে শোনা গেলো, ‘আমরা নতুন এক সিস্টেমে খেলব। এটা কার্যকর হলে এই সিস্টেম অব্যাহত থাকবে।’ তবে নতুন সিস্টেম কী?- সেটা বলেননি অধিনায়ক।

আগামী মাসে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেছেন, ‘এক মাসেরও কম সময় বাকি সাফ চ্যাম্পিয়নশিপের। আমরা মূলত সাফের প্রস্তুতির জন্য টুর্নামেন্টটা খেলব। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প সময়ের মধ্যে সাফের প্রস্তুতি শেষ করা। সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা সবাই ভালো আছি, সবাই প্রস্তুত টুর্নামেন্ট খেলার জন্য।’

কিরগিজস্তান ও ফিলিস্তিনের প্রথম ম্যাচ প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘ম্যাচটি আমরা দেখেছি। দুই দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নিয়েছি। সেগুলো নিয়ে আমরা অনুশীলন করেছি, কোচের সঙ্গে আলোচনা করেছি। কোচ আমাদের সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন সম্পূর্ণভাবে টুর্নামেন্টের জন্য প্রস্তুত।’

 


বিষয়: খেলা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top