সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ক্রিকেট গুরু জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোকে মুহ্যমান ক্রিকেটাঙ্গন


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:৪৪

 

সাবেক ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোকে মুহ্যমান ক্রিকেটাঙ্গন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে সোশ্যাল সাইটে শোক প্রকাশ করছেন ক্রিকেটাররা।

তামিম ইকবাল লিখেছেন, 'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, 'যাদের হাত ধরে ক্রিকেটজীবন শুরু তাদের বিদায়টা এভাবে দেখা খুবই কঠিন। স্যার আপনার আন্ডারে খেলা, আপনার আদেশ, ড্রেসিংরুমে আপনার স্থির থাকা, আপনার লেখা এই সব কিছুই এখন স্মৃতি হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন আপনি আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আমিন।'

লিটন কুমার দাস লিখেছেন, 'হঠাৎ খবরটা পেলাম! বিখ্যাত ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই।'

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top