সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বর্ষসেরার তালিকায় নেই পর্তুগিজ মহাতারকা রোনালদো


প্রকাশিত:
১৪ মে ২০২২ ১৯:২৮

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২০:২৩

 

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় সর্বোচ্চ (১৮টি) গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। তা সত্ত্বেও বর্ষসেরার তালিকায় নেই পর্তুগিজ মহাতারকার নাম।

দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেই সেপ্টেম্বরে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছিলেন রোনালদো। এপ্রিল মাসে লিগে পাঁচ গোল করে ফের একই পুরস্কার জেতেন তিনি। এই মৌসুমে তার থেকে বেশি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার আর কেউ জেতেননি।

প্রিমিয়ার লিগের সর্বকালীন ইতিহাসেও রোনালদো (ছয়) থেকে শুধু সের্জিও আগুয়েরো এবং হ্যারি কেইন (দুজনই সাতবার) বেশিবার এ পুরস্কার জিতেছেন। তা সত্ত্বেও প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে রোনালদো বাদ দিয়ে আট তারকার নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের ঘোষিত বর্ষসেরার দৌড়ে থাকা আট ফুটবলার হলেন- মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, বুকায়ো সাকা, কেভিন ডি ব্রুইনা, জাও ক্যান্সেলো, জেরাড বোয়েন, সন হিউং-মিন ও জেমস ওয়ার্ড-প্রয়েস।

লিগের ২০ দলের অধিনায়ক, কয়েকজন বিশেষজ্ঞের প্যানেল এবং সমর্থকদের মিলিত ভোটে বিজয়ী ঘোষণা করা হবে। সমর্থকরা ১৬ মে পর্যন্ত নিজেদের পছন্দের খেলোয়াড়ের জন্য ভোট দিতে পারবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top