সিডনী মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


ওলমোর জোড়া গোলে কাতালান ডার্বিতে বার্সার জয়


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৪ ১৩:০৮

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২৪

নতুন মৌসুমে দায়িত্ব নেওয়া কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছে বার্সেলোনা। সেভিয়া, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিজয়ের পর এস্পানিওলকেও হারিয়েছে তারা। লা লিগায় কাতানাল ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।

রবিবার রাতে ঘরের মাঠে গড়ানো ম্যাচটিতে জোড়া গোল পেয়েছেন সামার সাইনিং দানি ওলমো। বাকি গোলটি পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় বার্সা। এস্পানিওলের ডিফেন্স চেড়া পাস দেন লামিনে ইয়ামাল। প্রথম শটেই জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন ওলমো।

এর ১১ মিনিট পর এস্পানিওলের রক্ষণকে ফাঁকি দিয়ে বল বাড়ান মার্ক কাসাদো। সহজেই গার্সিয়ার মাথার ওপর দিয়ে জালে বল জড়ান সামনে এগোতে থাকা রাফিনহা।

৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওলমো। লম্বা শটে স্কোরলাইন ৩-০ করেন স্প্যানিশ তারকা।

বার্সার রক্ষণ ফাঁকি দিয়ে কয়েকবার বল পেয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছিল এস্পানিওল। কিন্তু জালের দেখা পায়নি। ৬৩তম মিনিটে তাদের হয়ে একমাত্র গোলটি করেন হাভিয়ের পুয়াদো।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান বাড়ালো বার্সা। লিগে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top