সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


শেষ মূহুর্তের বিপিএল: চট্টগ্রামের জয়ে ঢাকার বিদায়, ফাইনালে উঠলো খুলনা


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২০ ২৩:৪৮

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২১:৪৬

জয়ের পর চট্টগ্রাম ক্রিকেটারদের উল্লাস

প্রভাত ফেরী ডেস্ক: বাঁহাতে ১৪টি সেলাই নিয়ে মাশরাফি মুর্তজা খেললেন ঠিকই, কিন্তু ঢাকা প্লাটুনকে জয় এনে দিতে পারলেন না। বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতেছে সহজে, ৭ উইকেটে। ঢাকাকে বিদায় করা চট্টগ্রাম বুধবার খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

লক্ষ্য খুব বড় ছিল না, ১৪৫ রানের। ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে ছোটখাটো এক ঝড় তুলেন জিয়াউর রহমান। ১২ বলে ৩ চার আর ২ ছক্কায় ২৫ রান করে মেহেদী হাসানের শিকার হন তিনি।

এরপর ইমরুল কায়েসও অনেকটা সময় সঙ্গ দিয়েছেন গেইলকে। ২২ বলে ১ চার আর ৩ ছক্কায় ৩২ রান করে শাদাব খানের বলে আউট হন ইমরুল। অন্যপ্রান্তে যেন অচেনা এক গেইলকে দেখা যাচ্ছিল। ধীরগতিতে এগিয়ে যেতে থাকেন ক্যারিবীয় ওপেনার।

জয়ের পর খুলনার ক্রিকেটারদের উল্লাস

শেষ পর্যন্ত গেইলের ধীরগতির ইনিংসটি থেমেছে ১৪ সেলাই নিয়ে খেলতে নামা মাশরাফির এক হাতের ক্যাচে। শাদাবকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ঢাকা অধিনায়কের তালুবন্দী হন ৪৯ বলে ৩৮ রান করা গেইল।

তবে পরের সময়টায় কোনোরকম বোকামি না করে দেখেশুনে দলকে এগিয়ে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর চ্যাডউইক ওয়ালটন। জয় যখন প্রায় নিশ্চিত, তখন আর দেরি করেননি মাহমুদউল্লাহ। ১৮তম ওভারে শাদাব খানকে টানা দুই ছক্কা হাঁকিয়েই আনন্দে মেতেছেন চট্টগ্রাম দলপতি। ১৪ বলে ৪ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৩৪ রানে। ১০ বলে ১২ রানে সঙ্গে ছিলেন ওয়ালটন।

এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় পুঁজি পাওয়া হয়নি ঢাকা প্লাটুনের। লেগস্পিনার শাদাব খানের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায় মাশরাফি বিন মতুর্জার দল।

মোহাম্মদ আমির একাই গুঁড়িয়ে দিলেন রাজশাহী রয়্যালসকে

অপরদিকে, মোহাম্মদ আমির একাই গুঁড়িয়ে দিলেন রাজশাহী রয়্যালসকে। বিপিএলের সেরা বোলিং ফিগার গড়ে পাকিস্তানি পেসারের শিকার ৬ উইকেট! তাই ৩ উইকেটে ১৫৮ রানের পুঁজি নিয়েও সহজ জয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে পৌঁছে গেছে খুলনা টাইগার্স। সোমবার প্রথম কোয়ালিফায়ারে শেষ বলে রাজশাহীকে ১৩১ রানে অলআউট করে মুশফিকের খুলনা জিতেছে ২৭ রানে। আর এ সুবাধেই ফাইনালে চলে গেল খুলনা।


বিষয়: বিপিএল


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top