সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

বেসরকারি ব্যাংকে ৫০ শতাংশ আমানত রাখার নির্দেশ


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৪

আপডেট:
১৮ মে ২০২৪ ১৫:৫৬

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরকারি আমানতের ৫০ শতাংশ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ আমানতের বিপরীতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ পাবে সরকারি সংস্থাগুলো। আর সরকারি ব্যাংকে আমানত রাখলে সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ সুদ নিতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং পরিচালন বাজেটের আওতায় প্রাপ্ত অর্থ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকার মালিকানাধীন কোম্পানির নিজস্ব তহবিলের অর্থের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা প্রয়োজন। সে জন্য সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে প্রতিষ্ঠানসমূহের ভবিষ্যৎ তহবিলের অর্থ, পেনশন তহবিলের অর্থ এবং এন্ডাউমেন্ট ফান্ডের অর্থ এর আওতা বহিভর্‚ত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top