অস্ট্রেলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান ৭ই মার্চ
প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩২
আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:০২
অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৭ই মার্চ ২০২০ অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষন হচ্ছে সিডনিতে ক্রুজ ভ্রমণ। এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আগামী ৭ই মার্চ ২০২০ইং ধার্য্য করা হয়েছে এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২০/০২/২০২০।
মাথা পিছু চাঁদার পরিমাণ নির্ধারন করা হয়েছে - $50। তবে ৫ বছরের নীচে শিশুদের কোন চাঁদা দেওয়া লাগবেনা। ৫-১২ বছর বয়সি ছেলে-মেয়ের চাঁদার পরিমাণ-$35 এবং ১২বছরের উপর হলে চাঁদার পরিমাণ-$50।
অংশগ্রহণকারীদের সবাইকে Cruise এ ওঠার আগে নামের আইডি সংগ্রহ করতে হবে । ‘On spot registration’এর কোন সুযোগ নেই, তাই অংশগ্রহণকারী সকলকে নিম্নের একাউন্টে টাকা জমা দেওয়ার অনুরোধ জানানো হলো:
Account Details:
Md Mahfujul Haque Chowdury,
BSB-062-185, A/C 10861670,
চাঁদা জমা দিয়ে নীচের যে কোন একটি ফোন নাম্বারে SMS করে নিজের নাম, ব্যাচ, ডিপার্টমেন্ট এবং ছেলে বা মেয়ের বয়স উল্লেখ করতে হবেঃ
1/ Saif Sakander Rapphel- 0433917858.
2/ Md Mahfujul Haque Khasro- 0410316449.
3/ Khaleda Kaiser- 0433251112.
বিষয়: কমিউনিটি
আপনার মূল্যবান মতামত দিন: