ঘূর্ণিঝড় ফণীর অবস্হান দেখুন সরাসরি


প্রকাশিত:
৩ মে ২০১৯ ০৫:০৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৫০

ঘূর্ণিঝড় ফণীর অবস্হান দেখুন সরাসরি

সময় যত যাচ্ছে, ততই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। আর সঙ্গে সঙ্গে বাড়ছে শঙ্কাও। ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও এই দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে ভারত ও বাংলাদেশ। ফণীর গতি কোন দিকে তা দেখতে উপরের লাইভ চার্টের প্লে বাটনে ক্লিক করুন। আজকে কোন জায়গায় রয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। প্লে বাটনে ক্লিক করলে পরবর্তী প্রতি ঘণ্টায় ফণী কোথায় অবস্থান করবে, তা দেখিয়ে দিবে। ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত এপ্রিল মাসে বঙ্গোপসাগরে যতগুলো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, তার কোনোটি কখনো এত শক্তিশালী আকার ধারণ করেনি। প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ সাধারণত ৮৯ থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। https://www.windy.com/articles/beware-of-cyclone-fani-in-india-8257?gust,20.530,84.419,6


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top