সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


সৌদি আরবে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৯

আপডেট:
৪ মে ২০২৪ ১২:০৭

 

প্রভাত ফেরী: সৌদি আরবের রিয়াদে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির অন্যতম সহসভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ইমরান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকোশলী জিয়াউল ওয়াদুদ মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সহসভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান, প্রকৌশলী মজনু রহমান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হেসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও মনির ফকির, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন রিপন ও রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

সভায় সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কার্যনির্বাহী কমিটির সব জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ, প্রবাসী সব জেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার বাস্তবায়নের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। সভায় শহীদ  জিয়াউর রহমান ও তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় ২০১ সদস্যের নির্বাহী কমিটির ১৯৮ জন সদস্যের সমর্থন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের প্রতি ঘোষণা করা হয়।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top