সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সৌদিতে জেনারেটরের ধোয়ায় বাংলাদেশি তরুণের মৃত্যু


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৯

আপডেট:
১৮ মে ২০২৪ ১৭:১৪

সৌদিতে জেনারেটরের ধোয়ায় বাংলাদেশি তরুণের মৃত্যু

প্রভাত ফেরী ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশ দাম্মামে ফজলুল হক রিসাদ নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. ফয়েজ আহমেদের ছেলে। মাত্র দেড় মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে এসেছিলেন রিসাদ।



নিহতের চাচাতো ভাই মনসুর আহমেদ জানান, গতকাল ভোরে দাম্মাম আল-খুদরিয়া নামক স্থানে রুমের বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু করে রিসাদসহ চারজন ঘুমিয়ে পড়েন। ওই জেনারেটরের কালো ধোয়ায় রিসাদের মৃত্যু হয়।



ওই রুমে রিসাদসহ পাঁচজন থাকতেন। পাঁচজনের একজন প্রতিদিনের মতো তাঁর কাজ শেষে ভোর ৫টার দিকে ওই রুমে ঘুমাতে এসে দেখতে পান রুম কালো ধোয়ায় অন্ধকার হয়ে আছে এবং সবাই অচেতন অবস্থায় পড়ে আছে তাৎক্ষণিক ওই ব্যক্তি মনসুরসহ অন্যদের ফোন করেন। তাঁরা এসে পুলিশকে খবর দেন| পুলিশ এসে তাদের উদ্ধার করে দাম্মামের আল-মোয়াসাত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক রিসাদকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চিকিৎসা শেষে পরের দিন ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তাঁরা বাসায় অবস্থান করছেন।



নিহত রিসাদের মৃতদেহ আল-মোয়াসাত হাসপাতালের মর্গে রাখা আছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top