সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


১৬ বাংলাদেশি স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত


প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ২০:৪৮

আপডেট:
১৯ মার্চ ২০২০ ০৩:১৩

ফাইল ছবি

প্রভাত ফেরী: স্পেনে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১৬ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী, রাজধানী শহর মাদ্রিদে ১৫ জন ও কাতালোনিয়ার বার্সেলোনায় ১ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলা’র সভাপতি মো. ফজলে এলাহি শুরু থেকেই করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের খোঁজখবর রাখছেন। তিনি জানান, মাদ্রিদে যে ১৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি ৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ ৫ জনের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থা খারাপ হলে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে। আক্রান্তরা কিংবা আক্রান্তদের পরিবার চাচ্ছে না তাদের পরিচয় প্রকাশ হোক। যারা আক্রান্ত হয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমরাও তাদের যথাযথ সহযোগিতা করার চেষ্টা করছি।

মো. ফজলে এলাহী আরো জানান, স্পেনে করোনা সংক্রমনের শুরু থেকেই বাঙালিপাড়াখ্যাত মাদ্রিদের লাভাপিয়েস অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এ ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচারণা ভালিয়েন্তে বাংলা সংগঠন করে আসছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোঁবলে ইউরোপের যে দেশগুলো আক্রান্ত হয়েছে, তারমধ্যে সংক্রমণের আধিক্যতায় স্পেন রয়েছে দ্বিতীয় অবস্থানে। স্থানীয় পত্রিকা এল পাইস জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) এক দিনেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ১৮৪জন। মঙ্গলবার পর্যন্ত ১১ হাজার ৬৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও ৫২৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৮ জন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় ২০০ বিলিয়ন ইউরো ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন, যা দেশটির জিডিপি’র ২০শতাংশ। আজ বুধবার স্থানীয় সময় রাত ৯টায় স্পেনের রাজা ফেলিপে দেশটিতে করোনাভাইরাস সংক্রান্ত সঙ্কট প্রসঙ্গ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top