সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

পৃথিবীর অসুখ : ড. মীনা মুখার্জী


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ২২:১৪

আপডেট:
১৮ মে ২০২৪ ১৬:৫৬

 

 অবরুদ্ধ  সময়ে পথের একাকীত্বের কান্না বড়ই অসহনীয়৷খিল আঁটা দরজায় হাতড়ে বেড়াই আমরা সমগ্র জীবন৷নিঃসীম নির্জনতার সমুদ্রে আনাড়ির সাঁতার ,এলোমেলো চিন্তার ভিড়ে হাতড়ানো জীবন!শূণ্য সময়ে শূণ্যতার উত্তাপে গা ঘেঁষা!হৃদপিন্ডের অন্দর মহল খননের সময় আসন্ধ্যে যেন গাঁইতি মারে নিরেট চাঙড় খসা আনকোড়া ব্যথাগুলো !বাজে যেন রিন রিন!!বড় বিধ্বস্ত লাগা পূতি-গন্ধ-ময় নিযুত আঁধার!!মন তো বসেনা মনে৷একাকীত্বের অনুরণনে দিনিন্ত পথ ভাঙা৷অবরুদ্ধ জীবনের রুদ্ধ বাতাস অর্জিত কষ্টগুলো কেবলই দিশেহারা হয়ে বিষাদের ভাষা শেখাতে বসেছে!জানিনা এ কি প্রকৃতই হার-জিৎ খেলা,নাকি শতরন্জের ঘোটকের আড়াই পাক চলা?
        পর্বত সমান দিন শেষে সন্ধ্যে গড়ায়৷বিকেলটা নেমে আসে সোনা রঙ রোদ ছড়িয়ে "জবা কুসুম সঙ্কাশং...."সোচ্চার মন্ত্রপাঠে বুঝিবা বল্মীক স্তূপ থেকে জেগে ওঠেন 'মহর্ষি কোনও মহৎ উদ্দেশ্যে !পৃথিবীর অসুখ ভারী! তার দু'চোখে নোনা জলের ঢেউ ৷চারিদিকে ত্রিকালের শব ঢেকে তার কিশোরী প্রহর গোণা!!তোর চোখেও আঁধারের ভয় !কুয়াশা-বেলায় সারি সারি শবদেহের নাচ!শূণ্যতার এ যাপন চিত্রে বিষাদের এ আঁকিবুকি! এভাবে কি ভাল থাকা যায়??ভাল থাকতে গেলে রোদ চাই আমার,ফুল ফোটানোর রোদেলা দুপুর! আরআধখানা ঝুলে থাকা চাঁদ!পাশে থাক স্বাতীর করুণ চোখ!
         বিগত কত জনমের ক্ষুধার্ত "করোনা-হৃদয়"খেতে চায় মানুষের লাশ !পড়শির ঘরে যে আগুন লেগেছিল কস্মিন কালে ,তুঁষের আগুনের মত ধীমি চালে বিশ্ব ব্যেপে সে রাক্ষুসীর বিভীষিকাময় এ আগ্রাসন !
          কখনও কি ভেবেছি জীবনের মধুমাস শেষ?মরু দিনে,মরুভূমে আমি এক জীবন্ত লাশ !মন্বন্তর মড়কের চেয়ে ও সর্বনেশে এ মরুপথ ! আমার প্রিয়রা থাক বেঁচে,নিরাপত্তা বলয়ের নিয়ন্ত্রিত ঘেরাটোপে৷সর্তক থাকো,সাবধানে থাকো ৷কোথাও কি পালিয়ে বেঁচে থাকা যায়?হে অরূপ!!ইহ-জন্মকাল আমি আনীল আকাশের কাছে ঋণী!!টকটকে লাল সূর্যটা বাঁচার মন্ত্র শোনায় কানেকানে...হঠাৎ বোশেখী ঝড় ষড়যন্ত্র করে আমার অস্তিত্বকে উড়িয়ে দেওয়ার......চিরন্ঞ্জীবী মহৌষধির শিশি শিয়রে রেখে একমুঠো সবুজ নামুক স্বপ্ন-বিলাস নিয়ে!!মেঠো আলপথ বেয়ে তালা-চাবি ভেঙে রুগ্ন কালকেতু অক্ষমতাহেতু শীর্ণকায়া পৃথিবীর ভুল বকা শোনে হায় ......!!মাঝে মাঝে ঈশ্বর বক্র বিদ্রূপ-হাসি ছড়ান "মহা মৃত্যুন্জয় কবচ" হাতে!! সেরে ওঠো পৃথিবী.....!!!এখনও অনেক সমাধান ও সমীকরণ শেখা বাকি ....!!! প্রিয়জন বাঁচুক!!সুসকাল আসুক অমৃতের পেয়ালা হাতে....,!!!

 

ড. মীনা মুখার্জী
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top