সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

অর্কদীপ কি সত্যিই শ্রেষ্ঠত্বের দাবীদার? : তন্ময় সিংহ রায়


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২১ ২১:০৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৬:৩৪

 

যদিও বিশ্ব বাংলা অডিটোরিয়ামে কিছু সপ্তাহ আগেই অনুষ্ঠিত হয়ে গেছিল অনুষ্ঠানটি, তবুও গত সপ্তাহের রবিবার, ইংরাজি ১৮ এপ্রিল, জি বাংলার রাজকীয় ও ঠান্ডা মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সারেগামাপা-র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান। 

প্রতিযোগী, বিচারক, বাদ্যযন্ত্রকার ছাড়াও অতিথি বিচারকেরা মঞ্চ যে মাতিয়ে রেখেছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রতিযোগী ছাড়া বাকি প্রায় সকলেই কেমন যেন একপ্রকার নির্দ্বিধায় ছিলেন মাস্কবিহীন হয়েই!

তবুও ভালো-মন্দে এই পর্যন্ত ছিল তো বেশ, বেজায় বিপত্তি বেধে গেল ঠিক সেই সময়েই, যে সময়ে একে একে ঘোষণা করা হল বিজয়ীদের নাম, আর এরপর থেকেই সারেগামাপা-র লক্ষ লক্ষ হতাশ ও বীতশ্রদ্ধ দর্শক এবং শ্রোতা বিভিন্ন স্যোশাল মিডিয়ায় যেন ক্রমাগত উগড়ে দিচ্ছেন তাঁদের ক্ষোভ! 

সবার প্রশ্ন একটাই, কোন যুক্তিতে সমস্ত দিক থেকে নিহারীকা, অনুষ্কা বা বিদীপ্তাকে পিছিয়ে ফেলে লোকসংগীত শিল্পী অর্কদীপ'ই চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস? 

বেসিক ব্যাপারটা যেন কিছুটা এমন যে, ভার্সেটাইলিটি, অর্থাৎ বিভিন্ন স্বাদের গানে সমান পারদর্শী শিল্পীর প্রাধান্য বেশি হওয়া উচিৎ, না উচিৎ নির্দিষ্ট এক ধরণের গানের দক্ষতার সংগীত শিল্পীর?

নীহারিকা, বিদীপ্তা ও অনুষ্কা যেখানে সমস্ত এপিসোডে কোনওদিনও আদৌ যায়নি ডেঞ্জার জোনে, সেখানে তাঁদের পরিণতি এই?

এদিকে অনুষ্ঠানের সেই প্রথম থেকেই যে অনুষ্কার পারফরমেন্সে উঠে আসতো শো-এর টি.আর.পি, সে কিনা প্রথম তো নয়ই, বরং যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ছেড়ে দর্শক ভোটে জয়লাভ করে একেবারে চতুর্থ? 

অর্থাৎ লক্ষ-লক্ষ দর্শক-শ্রোতার আশা-ভরসার সেনসেক্স সমগ্র অনুষ্ঠানে যেখানে ঊর্ধ্বমুখী, সেখানেই হয়ে গেল অনিবার্য পতন!

নেটিজেনরা তো বেমালুম লিখছেন যে, যোগ্য প্রতিযোগী বা প্রতিযোগিনী বিজয়ী না হয়ে এ যেন কোন এক রহস্যজনকভাবেই অর্কদীপের মাথায় উঠে গেল শ্রেষ্ঠত্বের শিরোপা। 

এমনকি শ্রেষ্ঠ ঘোষণা করার পর থেকে অর্কদীপ মিশ্রকে ফেসবুকে মেনশন করে সরাসরি আক্রমণ করতেও ছাড়েননি বিভিন্ন দর্শকরা!

সর্বশেষ এ অদ্ভুৎ জাজমেন্টে যেন মোটেও খুশি নন কেউই! তবে অর্কদীপের মেন্টর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী 'তোমায় নিয়ে আমি গর্বিত অর্কদীপ মিশ্র!' লিখে জানালেও, তা কিন্তু ভালো চোখে নেন নি আমার মতন অনেকেই এবং প্রতিক্রিয়াস্বরূপ দর্শক-শ্রোতাদের কমেন্টকে তিনি বাজে, মূল্যহীন, অযৌক্তিক বা আক্রমণাত্মক মনে করলেও, আমার মনে হয়েছে যে, লক্ষ লক্ষ দর্শক-শ্রোতাদের মধ্যেও এমন দু'চারজন হয়তো মানুষ থাকতেই পারেন, যাঁরা গানটাকে যুক্তি দিয়ে বোঝেন বেশ ভালো, আর এর জন্যে বিচারকের আসন ও স্বনামধন্য হওয়াটাই শেষ কথা নয়।

আর তৎকালীন ক্যাথলিক চার্চের পোপদের তীব্র রাগ ও বিদ্বেষজনিত সমালোচনার আগুনে পুড়তে হয়েছিল তো বিশ্ববন্দিত সেই ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ ও দার্শনিক গ্যালিলিও গ্যালিলেইকেও? 

এবং আমরা বাইরে থেকে কোনো মানুষকে দেখে সাধারণত বিচার করে অভ্যস্ত, তাই আজ ভিতরে প্রবেশের ইচ্ছে বা ক্ষমতাটা আমাদের ক্রমশই লুপ্তপ্রায়! 

ভালো মানুষ মানেই যেমন ভালো গায়ক নয়, অনুরূপ ভালো নৃত্যশিল্পী মানেই কিন্তু তিনি একজন ভালো মানুষ হবেন, এমনটা ভাবাও ঠিক যুক্তি নয়।

 

তন্ময় সিংহ রায়
কোলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top