সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

কথোপকথন : কাজী খাদিজা আক্তার 


প্রকাশিত:
২৪ মে ২০২১ ২১:১৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৭:৫৬

ছবিঃ কাজী খাদিজা আক্তার 

 

- গতরাতে বৃষ্টি হয়েছে খুব। তোমার ওখানে?
- না, হয়নিতো। মেঘের গর্জনে যতটুকু আশা উঁকি দিয়েছিলো পরে তা মিলিয়ে গেলো প্রকৃতির বৈরী আচরণে।
- তাই বুঝি?
- হুম।
- ভেজা রাতের আবেশ মাখানো আজ ঠাণ্ডা, কোমল, মায়াময় সকাল আমার এখানে।
- সে তোমার পৃথিবী বরাবরই তোমার সাথে সখ্যতায় মেতে উঠে।আর তাই বুঝি আজ কবিতার সাথে মিতালী?
- না।
- তাহলে?
- বৈষয়িক জীবনের জাগতিক টুকটাক কাজ শেষ করে এক কাপ অমৃত চা নিয়ে নজরুলের চিঠি শুনছি সাগর সেনের কণ্ঠে।
- বাহ্।নজরুলের চিঠি!
- হুম।
- ইশ্, আমিও যদি তোমার এক কাপ চায়ের অংশীদার হতে পারতাম,তাহলে আজ নিজেকে বড্ড ভাগ্যবান মনে করে পুলকিত হতাম। যাক্, এবার বলো………
- বলছি……
- বলো?
- কী যে দুর্দান্ত ভালোলাগা! আর নজরুলের বৈরাগী মনের সাথে পরিচিত হওয়া।
- সে চিঠিরর প্রাপক কে?
- নার্গিস। তুমি পড়েছো? শুনেছো কখনও?
- না।
- মিথ্যে, তুমি মাঝে মাঝে আমার কাছে না জানার মতো করে নিজেকে আড়াল করো, এটা তোমার এক ধরণের বিনয় প্রকাশ।
- আচ্ছা, এবার বলো এতে কি আছে …? সত্যি বলছি আমি নজরুলের চিঠি পড়িনি, জানিওনা ভালো।
- কি নেই তাই বলো?
- হুম শুনছি।
- আমি পারিনে অতো সুন্দর করে।সাগর সেনের মুখে নজরুলের চিঠি আবৃতি আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। ভাল্লাগেতো!
- আজকাল নজরুলের চিঠি শুনছো বুঝি?
- হুম ………আগেও পড়েছি তাঁর মতিহার চিঠি। ফজিলাতুন্নেসাকে নিয়ে বন্ধু কাজী মোতাহার হোসেনের কাছে লিখা নজরুলের বেদনা ভেঁজা চিঠি।
- একটু কিছু বলো?
- "ক'ফোটা রক্তে এক ফোটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞানকি বলতে পারে বন্ধু?" কি কঠিন জিজ্ঞাসা, ভাবতে পারো?
- হুম ………… যেন আগ্নেয়গিরি থেক বের হয়ে এলো।
- হ্যা, নজরুলতো আগ্নেয়গিরি …কখনও ধূমকেতু আবার কখনওবা অগ্নীবীণা ……
- নজরুল এক পৃথিবী অভিমানের নাম! 
- দারুণ বল্লেতো!
- তাই?
- হুম, জানো? নজরুল নার্গিসকে লিখেছিলো …… "তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিষয় নিয়ে উদিত হতে পারতাম না"
- কি বোঝাতে চাচ্ছ? কবির সকল শক্তিই নারী?
- হা, হা। সে তোমার বোঝার ভুল।
- মেনে নিলাম।
- তাহলে বলছি শুনো …"তুমি ভুলে যেওনা আমি কবি,আমি আঘাত করলেও ফুল দিয়ে করি, অসুন্দর, কুৎসিত সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়।"
- কাকে উদ্দেশ্য করে?
- নার্গিস।
- হুম।
- কি হুম ……? সময় করে নজরুলের চিঠির নির্যাশ গ্রহণ কর ………
- তুমি যখন বললে …………
- তাই বুঝি? আমি বললেই ………
- হুম ……  তুমি বললেই ………

 

কাজী খাদিজা আক্তার 
প্রভাষক (ইংরেজি), সরাইল সরকারি কলেজ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top