সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

চলতে শিখেছি : শাহনাজ পারভীন 


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ২১:২১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৭:৫২

ছবিঃ  শাহনাজ পারভীন 

 

পায়ে পায়ে তুলে ঝড়, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের
লাভা মাখা গিরিখাত; পথে রেখে হাঁটি পথ। 
পথের সীমানা, সীমিত পরিসীমা, দুপাশে পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি ভেসে যাক, ভেসে যাক। 
চলতে শিখেছি। দলতে শিখেছি।
থামি না। থামি না। তবুও থামি না পথ।

রবি, শশী, চাঁদ, দিন ও রাত্রি,
নিথর সন্ধ্যা, নিস্তব্ধ বনানী, আলো, হাওয়া, ঝিঁঝিঁ, জোনাক, পক্ষী, 
কলকাকলীতে মুখর সকাল, প্রতিটি দুপুর, নিদাঘ পীড়িত দীঘির দীঘল গল্প সবই।
চিনেছি চিনেছি। দেখেছি, শুনেছি। 
পিছু ফিরবো না আর।

আমি বলি, চলি, হাঁটি, খেলি নির্ভিক রাখি নাক ও নিশানা
পায়ে পায়ে তুলি ঝড়, খাঁড়া পর্বত, উছল ঝরনা, ঝুলন বক্ষ, নুড়ি ও শতদল 
পথের দু'পাশে বিছানো সবুজ, ঘাসফুল, মেঠোপথ;
কত অভিযোগ নিনাদ গভীর, রোগ, শোক, জ্বরা, দুঃখ, 
কাঁপন দুহাতে ঠেলেছি। 
দু'হাতে জড়ায়ে, জড়াতে, ছড়ায়ে কত শত লোভ, লালসা, আগুন, অত্যাচারের ভয়! তবু থামি না, তবুও থামি না পথ।

কত কুন্তল, কুমুদে বরিশন, কত হাহাকার, লু হাওয়া বালুঝড়,
কত অভিযোগ, অনড় বাহানা, 
কত কন্টক, তিক্ত, কাহানা
ব্যাঘ্র, শৃগাল, ফনা তোলা সাপ, ঈগলের ডানা, চিলের নখর, আজদাহা ঢেউ, ভয় কি পেয়েছি?
পিছু লাগা ফেউ? কাউকে মানি না। গুনি না। গুনি না।

টেনে ছিঁড়ি জিভ, কণ্ঠনালী, হায়েনা, শ্বাপদ চার পেয়ে নেলী,
পিছে লাগা যত শত্রুর বরাভয়;
টেনে ছিঁড়ি আমি 'পাছে কিছু বলে'! টেনে ছিঁড়ি পরাজয়!
চমকে টেনেছি উড়ন্ত মেঘ, তীর ও ধনুক তাক করা চিল, মেঘ ও বৃষ্টি, রোদ অনাবিল 
পথের ছড়ানো বাহুল্য কাঁকড়, অনাহুত ডাল, শেকড়, বাকড়, 
লতাগুল্মের পেঁচানো কাঁটা ছিঁড়েছি নখরে ক্ষয়
মুছেছি যত্নে ঘঁষে ঘঁষে আর ধুয়েছি আড়ষ্ট ভয়
আঠার মতো লেগে থাকা কষ, কষ্ট তামাম, দুঃখের আগল, ভেঙেছি দু'পায়ে মাড়িয়ে শেকল; 
তবু পথ চিনে, খুঁজে খুঁজে চলি হায়।
এ পথ চিনেছি, চলতে শিখেছি, নাহি ভয়, নাহি ভয়!

শান্ত নদী, সমুদ্র ঢেউ গড়িয়ে ছড়িয়ে পড়ছে ছিটিয়ে অনন্ত সেই ঘাত!
থামবে না কভু যতদিন বাঁচে সূর্য পৃথিবী মহাশূন্যের যাবতীয় গতিপথ। 
দেখেছি আকাশ, বিশাল প্রান্তর, রংধনু মাখা রং
খুলেছে চক্ষু হৃদয় আমার প্রিয় দিন প্রিয় রাত।

দেখেছি যুদ্ধ, মৃত্যু, রক্ত, ফোঁটা ফোঁটা চোষা চব্য চোষ্য 
দেখেছি ঠুনকো, অমরত্ব, ইতিহাস থেকে পাঠ
দেখেছি ক্ষুদিরাম ফাঁসির কাষ্ঠ অনাহুত বড়লাট।
ঠেকাতে পারে নি, থামাতে পারেনি পথের নেশায় কাটাতে পারে নি, যুদ্ধে জেতার মন্ত্র গিলেছি গোপনে, সদরে, বিষ যেন তাহা বিষ দাঁতে গিলে, বিষ দাঁতে পিষে, বিষ দাঁতে পিষে, বিষ দাঁতে ততোকাল! 

আমি চলতে শিখেছি ঝরনার উছল উচ্ছ্বাস কলকল
আমি হাঁটতে শিখেছি নুপুরের ধ্বনি বেজে চলা ঝলমল। 
আমি হাঁটতে শিখেছি, চলতে শিখেছি, 
থামবে কে আর বল? থামাবে কে আর বল? থামাবে কে আর বল?

 

ড. শাহনাজ পারভীন
কবি, গবেষক, কথাসাহিত্যিক
অধ্যক্ষ, তালবাড়িয়া ডিগ্রি কলেজ, যশোর
সভাপতি, অগ্নিবীণা, যশোর

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top