সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

চারটি অণুগল্প : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:২৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৩:৪১

 

বউ

রামু তখন দরজার পিছনে ঝুল ছাড়ছিল।

বিকাশ চুলটুল আঁচড়ে বউয়ের হাতে চিরুনিটা দিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি। ফিরতে দেরি হতে পারে। বলেই, দরজা পর্যন্ত গিয়ে পা টিপে টিপে ফিরে এসে বউকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল।

বউ গদগদ হয়ে বলল, এই রামু ছাড়ো... তোমার দাদাবাবু কিন্তু এখনও সিঁড়ি দিয়ে নামেনি।

---------------------------

 

দিদি-ভাই

একটি ছেলে হাতের তালুতে খৈনি ডলতে ডলতে বাড়িতে ঢোকার আগেই গেটের সামনে দিদিকে দেখে বলল, অ্যাই দিদি, খৈনি খাবি?

দিদি মুখ ভ্যাচকিয়ে বলল, ছিঃ, তুই ভাই? তুই ভাইয়ের নামে কলঙ্ক। দিদিকে বলছিস খৈনি খাওয়ার কথা? ছিঃ, হ্যাঁ, যদি খাওয়াতেই হয়, মদ খাওয়া।

---------------------------

 

হুমকি না অফার

রাস্তা দিয়ে তড়িঘড়ি হেঁটে যাচ্ছিল রাইন। ও পাশ থেকে স্বামীর হাত ধরে হাঁটতে হাঁটতে আসছিল শ্রেয়া। যেতে যেতে হঠাৎ শ্রেয়ার সঙ্গে ধাক্কা লেগে গেল রাইনের। সঙ্গে সঙ্গে শ্রেয়া ঘুরে দাঁড়িয়ে চড়া গলায় রাইনকে বলল, দেখে যেতে পারেন না? অন্ধ নাকি? ক্ষমতা থাকলে রাত্রিবেলায় আসবেন। বলেই, ফের হাঁটা শুরু করতেই ভ্যাবাচাকা খেয়ে গেল রাইন। বুঝতে পারল না, মেয়েটি তাকে হুমকি দিল না অফার!

---------------------------

 

দুই

কলতলায় বাসন মাজতে মাজতে লোকটি হঠাৎ শুনতে পেলে একটি দৈববাণী--- তোর জীবনে দুটি অপশন আছে। এক, সারা জীবন তোকে তোর বউয়ের সঙ্গে কাটাতে হবে। আর দুই...

লোকটি সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বলল, দুই... দুই... দুই...

------------------

 

সিদ্ধার্থ সিংহ
আলিপুর, কলকাতা, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top