সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

সিদ্ধার্থ সিংহের ছ'টি অণুগল্প


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ২০:৫৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১০:১৩

 

অ্যাঞ্জেলিনা ফার্নান্ডেজ

বাবা তখন টিভিতে একটি সিরিয়াল দেখছিলেন। নিতু জানে, এই সময় বাবাকে যা-ই বলা হোক না কেন, বাবা তাতেই সম্মতি দিয়ে দেন। তাই বাবার কাছে গিয়ে নিতু বলল--- বাবা, আমি অ্যাঞ্জেলিনা ফার্নান্ডেজকে বিয়ে করতে চাই।
বাবা ঝট করে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল--- দ্যাখ বাবু, বউ এমন হবে, যাতে দশ জনের সামনে দাঁড়াতে পারে। দশ জনের যেন দাঁড়িয়ে না যায়।

---------------------------

মেহেন্দি

ছেলেটি বলল, এই, এদিক‌ ওদিক কী খুঁজছিস?
মেয়েটি বলল, আর বলিস না। গতকাল আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম, একটা ছেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ঝপ ঝপ করে ক'টা চুমু খেয়েই দৌড়ে পালিয়ে গেছে।
--- সে কি রে! তুই দুটো থাপ্পর মারতে পারলি না?
--- কী করে মারব? আমার তো তখন দু'হাতেই মেহেন্দি লাগানো ছিল।
ছেলেটি বলল, কেন, মেহেন্দি লাগানো থাকলে মারা যায় না?
মেয়েটি বলল, মারলে অতক্ষণ ধরে কষ্ট করে পরা মেহেন্দিটা নষ্ট হয়ে যেত না?
--- ও, তাই? মেহেন্দি পরা থাকলে সেই হাত ব্যবহার করা যায় না, না? আচ্ছা, তুই আবার কবে মেহেন্দি পরবি রে?

------------------------

সরি সরি সরি...

মেয়েটি তড়িঘড়ি ফোন করে বলল, এই শোনো‌ না... ঘরে কেউ নেই। তুমি তাড়াতাড়ি চলে এসো।
ছেলেটি বলল, সে কি গো... আমি তো এক্ষুনি তোমার বাড়ি থেকেই এলাম!

মেয়েটি সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনের দিকে এক ঝলক তাকিয়ে বলল, সরি সরি সরি... তাড়াতাড়ির মাথায় তোমাকেই ফোন করে ফেলেছি।

------------------------

খেলা

শুনেছিস তো? তিনি ঘোষণা করে দিয়েছেন চোদ্দো হাজার তিনশো প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।
--- হ্যাঁ, শুনেছি।
--- তোকে কেন তখন বিজেপিতে যোগ দিতে বলেছিল এখন বুঝতে পারছিস?
--- না।
--- এই দিনটার জন্য।
--- মানে?
--- এ বার এমন ভাবে ‌একটা মামলা ঠুকে দে, যাতে এই নিয়োগের বিরুদ্ধে হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।
--- স্থগিতাদেশ যখন চাইছে তা হলে আবার শুধু শুধু ঘোষণা করতে গেল কেন?
--- সেটা বুঝতে পারলে তুই আর এখানে থাকতিস না, ওখানে পৌঁছে যেতিস। দে দে, কেস ঠুকে দে। তাঁর নির্দেশ। আরে বাবা, কোর্ট যদি স্থগিতাদেশ দেয় তাঁর কি দোষ! তিনি তো চেয়েই ছিলেন চাকরি দিতে। এ বার তোর খেলা।

------------------------

ছবি

বহুদিন পরে দুই বন্ধুর হঠাৎ দেখা। কথা বলতে বলতে হঠাৎ তাদের মনে হল, একটা ছবি তুললে কেমন হয়! সামনে দিয়ে যাচ্ছিল এক সুন্দরী। তার দিকে মোবাইল এগিয়ে গিয়ে এক বন্ধু বলল, আমাদের একটা ছবি তুলে দেবেন?
সুন্দরী বলল, নিশ্চয়ই। বলেই, ওদের কায়দা করে পোজ দিয়ে দাঁড়ানোর দিকে মোবাইলটা তাক করেই, সুন্দরী বলল, এ মা! আপনারা কোথায়? স্ক্রিনে তো একটা কাকতাড়ুয়া দেখছি...
সঙ্গে সঙ্গেই এক বন্ধু বলে উঠল, আরে, ফ্রন্ট ক্যামেরায় তুলছেন কেন? ব্যাক ক্যামেরাটা অন করুন না...

---------------------------

ঝামেলা

বউ হন্তদন্ত হয়ে এসে বলল, দু'তলার ফ্ল্যাটে স্বামী-স্ত্রীতে খুব ঝামেলা হচ্ছে গো... যে কোনও সময় হাতাহাতি হতে পারে। যাও না... গিয়ে একটু দ্যাখো না...
--- না, আমি যাব না।
--- কেন?
স্বামী বলল, গেলে আমাকে মারবে।
--- তোমাকে মারবে কেন?
কাচুমুচু মুখ করে স্বামী বলল, আমাকে নিয়েই তো ঝামেলা...

---------------------------


সিদ্ধার্থ সিংহ
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top