সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

গাছ (অনু গল্প) : সুদীপ ঘোষাল


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ২৩:০৯

আপডেট:
৩ মে ২০২৪ ০৯:০৮

 

সভ্য হওয়ার আগে মানুষ বনে বনে ঘুরে বেড়াতো ।তখন এত হিংসা ছিলো না । বনে পশু পাখি ঘুরে বেড়াত। সবুজ গাছ মানুষের মন জুড়িয়ে দিত। তখন এত গরম আবহাওয়া ছিল না। মানুষের রোগ বালাই এত ছিল না। এই কথাগুলো বল ছিলো সমীর তার ছেলে মেয়েদের।

বিজয় নদীর কাছাকাছি একটি গ্রামে বাস করতো। তার এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী রমা খুব কাজের মহিলা ছিলেন। কাজের ফাঁকে গাছ লাগাতেন ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে। বিজয় গ্রামে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে গাছ লাগাত। আবার সময় পেলেই বিশ্ব উষ্ণায়ন নিয়ে অনেক অজানা তথ্য গ্রামবাসীদের শোনাত।


- বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায় গো বিজয় দা?একজন গ্রামবাসী জিজ্ঞাসা করলেন।
- আমাদের পৃথিবীর নানা দিকে বরফের পাহাড় আছে। অতিরিক্ত গরমে এই বরফ গলে সমুদ্রের জল স্তর বাড়িয়ে দেবে। ফলে সুনামী, বন্যায় পৃথিবীর সবকিছু সলিল সমাধি হয়ে যাবে।
- তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় কি?
- মানুষকে প্রচুর গাছ লাগাতে হবে।
- কি পদ্ধতি বলুন দাদা। কি করতে হবে আমাদের?
- এই যে পাখি ওপশুরা মল ত্যাগ করে বিভিন্ন স্থানে তার সঙ্গে গাছের বীজ থাকে। এই বীজ গুলি থেকে বিভিন্ন গাছের চারা বেরোয়। বাবলা, গুয়ে বাবলা, নিম, বট, প্রভৃতি চারা প্রকৃতির বুকে অযাচিত ভাবেই বেড়ে ওঠে। শিমূল গাছের বীজ উড়ে চলে আসে। একে আমরা বুড়ির সুতো বলি। তারপর বর্ষাকালে জল পেয়ে বেড়ে ওঠে।
- তাহলে আমাদের কাজ কি?
- আমাদের কাজ হলও ওই চারা গুলি বড় করা ।তার জন্য আমাদের বাঁশের খাঁচা বানিয়ে ঢাকা দিতে হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ যদি এই নিয়মে মেনে গাছ লাগায় তবেই একমাত্র বিশ্ব উষ্ণায়নের কোপ থেকে রক্ষা পাবে।

কিন্তু দুঃখের বিষয় মানুষের চেতনা এখনও হয়নি। গাছ কাটা এখনও অব্যাহত আছে। তাইতো এত গরম। বৃষ্টির দেখা নেই। বিজয় খুবই চিন্তার মধ্যে আছে। রাতে তার ঘুম হয়না। বর্ষাকাল চলছে। সমুদ্র ফুলে উঠেছে আক্রোশে। কি হয়, কি হয়। খুব ভয়।

বিজয় ভাবে, মানুষ প্রকৃতির সঙ্গে বেইমানি করেছে। এর প্রতিশোধ প্রকৃতি নেবেই। তারপর অন্য কথা।

একদিন বর্ষাকালে রাতে সবাই ঘুমিয়ে আছে কিন্তু জেগে আছে সমীর আর বন্যার জলের বিষাক্ত ফণা। মাঝ রাতে বন্যার একটা বড় ঢেউ এসে সমীর ও তার গ্রামের সবাই কে ভাসিয়ে নিয়ে গেল ধ্বংসের পথে। এখন সেই গ্রাম শ্মশানের মত ফাঁকা। প্রকৃতি এখনও সুযোগ দিয়ে চলেছে বারে বারে। সাবধান হলে বাঁচবে। পৃথিবীকে সবুজের ঘেরাটোপে সাজাতে হবে। বাঁচার একমাত্র পথ গাছ, শুধু গাছ। বন্যা কমে গেলে নদীর পাড়ে ভাঙা বাঁধটা দশ গ্রামের লোক এসে একত্রে বাঁধলো মাটি আর বাঁশ দিয়ে শক্ত করে। 

বিজয় বলে সকল গ্রামবাসীকে, আমাদের গ্রামটা সবুজ গাছ করে দাও সবাই একত্রে গাছ রোপণ করে। তাহলে আমদের গ্রাম বাঁচবে।

 

সুদীপ ঘোষাল
পূর্ব বর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top