সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১

"দেশে দেশে বাংলাদেশি শান্তিসেনা"- সর্ব সাধারণের কাছে তুলে ধরেছে অজানাকে : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২২ ০৪:১২

আপডেট:
২৪ নভেম্বর ২০২২ ০৪:১৩

 

বইয়ের নামঃ দেশে দেশে বাংলাদেশি শান্তিসেনা।
লেখকঃ নূর ইসলাম হাবিব।
প্রচ্ছদঃ মোমিন উদ্দীন খালেদ।
প্রকাশনাঃ মুক্ত আকাশ মিডিয়া স্টার লিঃ।
মূল্যঃ আটশত টাকা মাত্র।

লেখক নূর ইসলাম হাবীব ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি আইএসপিআর এ যোগদান করেন। বর্তমানে তিনি সহকারী পরিচালক (বিমান) হিসাবে এখানে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে  স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার লেখা ১০০ টিরও বেশি নিবন্ধ/ফিচার  নানা সাময়িকী পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
নিউ নেশন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেছেন দুই বছর।
লেখালেখির সাথে ছাত্র জীবন থেকেই তিনি সম্পৃক্ত। কর্ম জীবনে কাছে থেকে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দেখেছেন, জেনেছন।
লেখক হবার সুবাদে তার এই দেখা এবং জানা ছিল অন্য দশজনের থেকে আলাদা। নান্দনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন তিনি। সাধারণের কাছে অজানা নানা বিষয় তিনি পরম মমতায় তথ্য- উপাত্তের মাধ্যমে তুলে ধরেছেন “দেশে দেশে বাংলাদেশি শান্তিসেনা” বইটিতে।
বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের এবং আস্থার জায়গা।
নষ্ট সমাজ, নৈতিক অবক্ষয় আর অবিশ্বাসের এই কবন্ধকালে এখনো সেনাবাহিনী তার বিশ্বাস এবং আস্থায় এ দেশই শুধু না, দেশের বাইরেও রেখেছেন তার কর্মদক্ষতার স্বাক্ষর।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বহু আগে থেকেই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ বাহিনী শ্রম, মেধা আর ভালোবাসা দিয়ে জয় করেছে বিশ্ববাসীর মন। অর্জন করেছে সুনাম এবং দেশের জন্য বয়ে এনেছে সম্মান।
১৬টি নিবন্ধ রয়েছে বইটিতে। লেখক বিভিন্ন দেশের শান্তি মিশন এলাকা পরিদর্শনকালে যা অবলোকন করেছেন সেসব তথ্য এবং তার নিজের তোলা আলোকচিত্র দিয়ে বইটি সাজিয়েছেন।
চমৎকার প্রচ্ছদ, সুন্দর সুন্দর ছবি পাতায় পাতায়, শক্ত বাঁধাই, উন্নতমানের কাগজ। সর্বোপরি, বাস্তব অভিজ্ঞতা এবং সঠিক তথ্য উপাত্তে লেখা নিবন্ধগুলো। সব দিক দিয়েই বইটি গবেষণা এবং অজানাকে জানায় সহায়ক হবে বলে আশা করি।
আমাদের দেশের সাধারণ মানুষের কাছে সশস্ত্র বাহিনী, তাদের জীবন, তাদের কর্ম প্রায় অজানা।
দূর আকাশের তারার মতোই তারা ধরা ছোঁয়ার বাইরে।
”দেশে দেশে বাংলাদেশি শান্তিসেনা" -বইটি এই রুপকথার মানুষগুলোর সাফল্য, তাদের চ্যালেঞ্জিং জীবন,তাদের অমানসিক পরিশ্রম, তাদের অসামান্য অবদান সামনে নিয়ে এসেছে।

বাংলাদেশ বর্তমানে সর্বাধিক শান্তিরক্ষা প্রেরণকারী দেশের মর্যাদায় আসীন রয়েছে।
জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন নারী শান্তিরক্ষী। এই নারীর নাম- কর্নেল ডা. নাজমা বেগম। নারী শান্তিরক্ষীদের সাফল্য এবং বেদনার চিত্র উঠে এসেছে শেষ নিবন্ধটিতে।

আশা করি, জাতিসংঘ শান্তি মিশনে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সাফল্য গাঁথা এবং তাদের সততা আর শ্রমের অজানা তথ্য জানতে সাহায্য করবে- “দেশে দেশে বাংলাদেশি শান্তিসেনা" বইটি।

 

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top