সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

শরৎচন্দ্রের শত বছরের দেবদাসের নেপথ্য কাহিনী : আহমেদ জহুর


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৯ ২২:২৮

আপডেট:
৪ মে ২০২০ ১৪:০৭

 

অমর কথাশিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস পড়েননি, সিনেমা দেখেননি তথা দেবদাস সম্পর্কে কিছুই জানেন না, এমন মানুষের সংখ্যা কমই পাওয়া যাবে। তবে নতুন প্রজন্ম এ ব্যাপারে কতটা জানে, তা নিয়ে সন্দিহান। এজন্য দেবদাস সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। 

শরৎ বাবু এ উপন্যাসটি রচনা করেন কৈশোরে তথা ঊনিশ শতকের দ্বিতীয় দশকের শুরুর দিকে। তখন তিনি বিহারের ভাগলপুরের খঞ্জনপুর পল্লীতে থাকতেন। হিন্দি ভাষায় শরৎ জীবনীকার বিষ্ণু প্রভাকরের ভাষায়, কিশোর শরৎ স্কুলজীবনে ধীরু নামের এক কিশোরীর প্রেমে পড়েছিলেন। তার প্রতি শরতের মোহ ও ভালবাসা তাকে আচ্ছন্ন করে তুলেছিল। কিন্তু এ ভালবাসা শেষ পর্যন্ত বিরহে পরিণত হলে শরৎ বাবু মারাত্মক ভেঙ্গে পড়েন।

কিশোর-প্রেমের বিরহ যন্ত্রণা সইতে না পেরে লুকিয়ে লুকিয়ে তিনি কাহিনী লিখতে শুরু করেন। ধীরুকে তিনি কল্পনায় রঙ দেন পার্বতী রূপে। এ সময়ে শরৎ মাদকাসক্ত হয়ে পড়েন। অর্থাৎ মাতাল অবস্থায় তিনি দেবদাসের কাহিনী লেখা সম্পন্ন করেন। ঊনিশ শ তেরো সালের সতেরো জুলাই প্রমথনাথকে লেখা চিঠিতে শরৎ বাবু উল্লেখ করেন যে, 'ওই বইটা একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা।'

মাতালাবস্থায় লেখা সেই দেবদাস গ্রন্থটিই শরতের অমর কথাসাহিত্যে রূপ নিয়েছে। গ্রন্থাকারে প্রকাশের আগে এটি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায় তেরো শ তেইশ থেকে চব্বিশ বঙ্গাব্দে। এরপর ঊনিশ শ তেরো খ্রীস্টাব্দের ত্রিশ জুন এটি বই আকারে প্রকাশিত হয় গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে। তখন তিনি এর জন্য দুই হাজার টাকা লেখক সম্মানী পান।

তথ্যানুসন্ধানে জানা যায়, 'দেবদাস' এর কাহিনী নিয়ে এ পর্যন্ত বিভিন্ন দেশে এবং বিভিন্ন ভাষায় নির্মিত চলচ্চিত্রের সংখ্যা ষোল। প্রথম ছবিটি নির্মিত হয় ঊনিশ শ উনত্রিশ সালে। নির্বাক এ চলচ্চিত্রটি নির্মাণ করেন নীতিশচন্দ্র মিত্র এবং দেবদাস চরিত্রে অভিনয় করেন ফণী বর্মা। তবে প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত হয় ঊনিশ শ পঁয়ত্রিশ সালে। ছবিটি নির্মাণ ও নামভূমিকায় অভিনয় করেন প্রমথেশ বড়ুয়া। এরপর দেশে-বিদেশে বিভিন্ন ভাষায় নির্মিত চলচ্চিত্রে দেবদাসের চরিত্রে অভিনয় করেন, দিলীপ কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, বুলবুল আহমেদ, শাহরুখ খান প্রমুখ। বাংলাদেশে দুটি চলচ্চিত্র নির্মিত হয়, যার পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম।

দেবদাস শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস। ট্রাজেডিক কাহিনী হওয়ায় শত বছর পার হলেও এ উপন্যাস মানবমনে এখনো অন্যরকম অনুভূতির স্পর্শ লেগে আছে, যা হয়তো শতকের পর শতক ধরে উজ্জীবিত থাকবে।

  • তথ্যসূত্র: শরৎচন্দ্র (গোপালচন্দ্র রায়), ছন্নছাড়া মহাপ্রাণ (বিষ্ণু প্রভাকর)  এবং শতবর্ষে দেবদাস (হাসনাত আবদুল হাই)।
  •  

আহমেদ জহুর
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top