সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

আলোর বাতিঘর : টুটু রহমান


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২০ ১২:১৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২০ ১৩:২৮

 

বাবা শুধু একটি সম্পর্ক নয় একটি গভীর অনুভূতির নাম।সন্তানকে সব রকম বিপদাপদ থেকে উদ্ধার করার জন্য সর্বদা তৎপর একটি প্রসারিত হাত, যার মানে হলো একটি নিশ্চিত ও নিরাপদ আশ্রয়। সন্তানের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে যার অবদান অনস্বীকার্য। 

বাবা হলো সন্তানের মাথার ওপর বিশাল বটগাছ, যার সুশীতল ছায়ায় নিশ্চিন্তে আরামে জীবন অতিবাহিত করা যায়। বাবা শব্দের অর্থ হয় কিন্তু এর কোনো সংজ্ঞা বা বর্ণ হয় না। 

নির্ভার নিশ্চিন্তের মূর্ত প্রতীক বাবা।অনিশ্চয়তার সময় বাবা হলো পরম নিশ্চয়তা, যিনি নিজের সুখ বিসর্জন দিয়ে আরাম-আয়েশের কথা চিন্তা না করে সন্তানের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যান। বাবা হলো সন্তানের জন্য আলোর বাতিঘর, যেমন সূর্য রাতের অন্ধকারকে দূর করে ভোরের পৃথিবীকে ফিরিয়ে দেয় নিজের আলোয়,বাবাও ঠিক তেমন।

বাবা বেঁচে থাকুক যুগ যুগান্তর সন্তানের জীবনে আলো হয়ে প্রতিটি সন্তানের মাঝে পরম শ্রদ্ধায় ভালোবাসায় ও যত্নে। 

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top