সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


বৈশাখের প্রথম সকালে : আফরোজা অদিতি


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ২২:২১

আপডেট:
২৭ এপ্রিল ২০২০ ২০:১৭

 

চৈত্র সংক্রান্তিতে ঝিঁঝিঁ ডাকা ভোরে
বললে, নতুন বছরের নতুন দিনে
তোমার তরুণ মনের ভালোবাসা ভেজা
শ্রেষ্ঠ সম্ভাষণ তুলে রেখেছ কণ্ঠে
শুধু আমার জন্য !

তাই একটা আকুপাকু ইচ্ছে
বৈশাখের প্রথম সকালে হাতে হাত
পার হই জলে থইথই সুনীল সাগর
পাহাড়ের সবুজ চূড়া দেখেছ? 
কাঞ্চন জঙ্ঘার
পায়ের তলে বিছিয়ে প্রেমিক জীবন
আকাশে মেঘের খেলা দেখতে দেখতে
কাটিয়ে দেবো বছরের প্রথম প্রহর

এই বৈশাখে
বিকেলের নরম আলোতে দুজন
খুব বেড়াবো। পথের ধারে ফুটেছে ভাঁট ফুল,
ফুটেছে জারুল, জবা ; শুকনো ঝিলের পাড়ে
হাঁটবো যখন অনায়াসে দেখতে পাবো
বাতাস আর কুচুরিপানার খুনসুটি।

এরপর ট্যাক্সিতে মাওয়া ফেরী ঘাট
ঝাল লবণে মাখামাখি নাম না জানা
মাছের সঙ্গে খুব গল্প হবে দুজনের
ঢেউয়ের সঙ্গে মিতালী নৌকার পাটাতনে
ভেজা সবুজ বাতাসে দেখব চাঁদ।

কী যে বলো উঠবে না চাঁদ ?
আমরা গেলেই আকাশে হাসবে চাঁদ
নক্ষত্র বাগানে ছুটোছুটি করবে দক্ষকন্যা,
বিশাখা, অনুরাধা, চিত্রা, স্বাতী, রেবতী।  
দেখে নিয়ো !

তোমার প্রিয় সম্ভাষণে বৈশাখের প্রথম সকালে
ঘাসফুলে বিছিয়ে ফড়িং জীবন, কবির ভাষায়
বলতে পারবো তুমি এলে সঙ্গে তাই তো
একমুখো ট্রেনটি খুঁজে পেল পথ।

 

আফরোজা অদিতি
কবি ও কথা সাহিত্যিক

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top