সিডনী শুক্রবার, ১৭ই জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ ১৪৩১


আর যামু না ইটালিতে : রোমেন রায়হান


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২১:৩১

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৫ ১০:১২

রোমেন রায়হান

 

আর যামু না ইটালিতে
যাওয়ার ঠ্যাকা কার?
গায়ের কালার শ্যামলা বলে
এমন ব্যবহার!

ইটালি কী লাড্ডুর দেশ!
খুব তো নাকের লোম!
ফালতু মিলান, ফালতু ফ্লোরেন্স
ফালতু ভেনিস, রোম।

যেই দেশরে যায় না করা
ইচ্ছামতন পাক
সেই দেশে ক্যান আমরা যাব?
অন্যরা যায় যাক!

পাক করাতেই সাফল্য সব
পাক করাতেই টেশ!
পাক করবার জন্য সেরা
সোনার বাংলাদেশ।

ইচ্ছামতন পাক করতে
মন করে আনচান
এই কারণেই আসছি ফেরত,
বুঝছ মামুজান!

 

লেখকঃ রোমেন রায়হান

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top