রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫: চার বছরের ধারাবাহিকতা ও এক আনন্দঘন মিলনমেলা


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫ ০৬:৩৫

আপডেট:
১৩ অক্টোবর ২০২৫ ০৬:৩৬

ছবি : সংগৃহীত
সিডনি, অক্টোবর ২০২৫: প্রবাসে থেকেও ঐক্য, ভ্রাতৃত্ব এবং সুস্থ বিনোদনের অনন্য উদাহরণ হয়ে সফলভাবে সম্পন্ন হলো রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫। টানা চতুর্থ বছরের মতো আয়োজনটি শুরু হয়েছিল ২ আগস্ট থেকে এবং সমাপ্তি ঘটে ৮ অক্টোবর এক রোমাঞ্চকর ফুটবল ফাইনাল ম্যাচের মাধ্যমে।
 
দুই মাসব্যাপী এই উৎসবে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন জনপ্রিয় খেলা—ক্যারম, লুডু, ডার্ট, দাবা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ফুটবল। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করছিলেন, যা পর্যবেক্ষকদের জন্য ছিল আনন্দঘন দৃশ্য। অংশগ্রহণকারীদের উৎসাহ, খেলার মধ্যে উদ্দীপনা এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা পুরো উৎসবকে করেছে প্রাণবন্ত।
 
 
এই আয়োজন শুধুমাত্র খেলাধুলার জন্য সীমাবদ্ধ ছিল না; বরং এটি পরিণত হয়েছিল একটি পারিবারিক মিলনমেলা-তে। রেমিয়ান সদস্যদের সঙ্গে তাঁদের পরিবার এবং শিশুদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। ছোটরা খেলাধুলায় মেতে ওঠে এবং বড়রা স্মৃতিচারণ ও একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পায়, যা উৎসবটিকে করেছে আরও বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ।
 
রেমিয়ানস অস্ট্রেলিয়ার সভাপতি ড. মোহাম্মদ শাহরিয়ার বলেন,
“এই উৎসব আমাদের শুধু আনন্দ দেয় না, বরং প্রবাসে থেকেও ঐক্য, ভ্রাতৃত্ব এবং আমাদের ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতার প্রতীক হয়ে দাঁড়ায়। খেলাধুলা আমাদের পরস্পরের সাথে সম্পর্ককে আরও দৃঢ় করে এবং প্রবাসে থেকেও আমাদের শিকড়ের সাথে সংযোগ বজায় রাখে।”
 
উৎসবের প্রধান সমন্বয়ক ইসতিয়াক আহমেদ বলেন,
“সকল খেলোয়াড়, ইভেন্ট কোঅর্ডিনেটর, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। টানা চতুর্থ বছরের মতো সফলভাবে এ উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এটি প্রমাণ করে যে রেমিয়ান পরিবার প্রবাসেও ঐক্য এবং মিলনের অঙ্গীকার বজায় রেখেছে।”
 
রেমিয়ানস অস্ট্রেলিয়া আশা করছে, আগামী বছরগুলোতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে থেকেও রেমিয়ান পরিবারের বন্ধনকে আরও দৃঢ়, প্রাণবন্ত এবং সমৃদ্ধ করা সম্ভব হবে। রেমিয়ানস অস্ট্রেলিয়া বিশ্বাস করে— খেলাধুলার মাধ্যমে শুধু শরীরচর্চা নয়, বরং ঐক্য, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের চর্চাও হয় ।

বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top