রেমিয়ানস অস্ট্রেলিয়া রিইউনিয়ন ২০২৫: স্মৃতি, শ্রদ্ধা, আনন্দ আর মিলনের এক উৎসব
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫ ১৭:১৮
আপডেট:
১০ নভেম্বর ২০২৫ ১৮:৫৫
গত শনিবার, ৮ নভেম্বর ২০২৫ তারিখে সিডনির ইনগলবার্নের Greg Percival Community Centre-এ অনুষ্ঠিত হলো রেমিয়ানস অস্ট্রেলিয়া রিইউনিয়ন ২০২৫। সকাল থেকেই ভরে উঠেছিল প্রাক্তন রেমিয়ান ও তাঁদের পরিবারের পদচারণায়। হাসি, গল্প, পুরোনো স্মৃতি আর বন্ধুত্বের টানে অডিটোরিয়াম ভরে ওঠে উচ্ছ্বাস ও ভালোবাসায়।

অনুষ্ঠান শুরু হয় দেশ-স্বীকৃতি (Acknowledgement of Country) ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর বাজানো হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত, যা উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মানের সঙ্গে গ্রহণ করেন। জাতীয় সঙ্গীতের পরপরই ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ সহ সকল শহীদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান সভাপতি ড: মোহাম্মদ শাহরিয়ার। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকল রেমিয়ান, তাঁদের পরিবার ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “আপনাদের অংশগ্রহণ ও ভালোবাসাই এই সংগঠনের প্রাণ। আজকের এই সফল আয়োজনের পেছনে আয়োজক ও স্বেচ্ছাসেবকের নিরলস পরিশ্রম রয়েছে।” তিনি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট কাজী আলী তাঁর বক্তব্যে তুলে ধরেন কীভাবে আজ থেকে প্রায় ১৬ বছর আগে রেমিয়ানস অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, “আমরা যখন এই সংগঠন শুরু করেছিলাম, তখন উদ্দেশ্য ছিল প্রাক্তন রেমিয়ানদের একত্র করা এবং নতুন প্রজন্মের জন্য কিছু করা।” তিনি সংগঠনের সূচনালগ্নের কার্যক্রম ও শিক্ষাবৃত্তি (Scholarship) কর্মসূচির ইতিহাসও স্মরণ করেন—যা ছিল রেমিয়ানস অস্ট্রেলিয়ার প্রথম মানবিক উদ্যোগগুলোর একটি। পরে, বার্ষিক ম্যাগাজিন “সন্দীপ্ত”-এর মোড়ক উন্মোচন করেন ডা. মোহাম্মদ শাহরিয়ার ও কাজী আলী, যা প্রবাসী রেমিয়ানদের সৃজনশীলতা ও অভিজ্ঞতার এক মূল্যবান সংকলন হিসেবে সবার প্রশংসা কুড়ায়।

ট্রেজারার আবু বকর সিদ্দিক সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে তিনি সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়, সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সাধারণ সম্পাদক শেখ শুভ সংগঠনের এক বছরের সার্বিক কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি অকপটে সংগঠনের কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, “যা কিছু আমরা করতে পারিনি, সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে তার দায় আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি। আশাকরি পরবর্তী কমিটি আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।”
উপস্থিত সিনিয়র রেমিয়ান ওবায়দুর রহমান পরাগ, কাজী সারোয়ার, মোহাম্মদ হোসাইন, দেওয়ান সুলাইমান দানি, মিজান হাওলাদার, তানভীর তারেক, মিজানুর রহমান ও রাশিদুল হক এর মাধ্যমে রেমিয়ানস অস্ট্রেলিয়া আয়োজিত স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে রেমিয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা পরিবেশন করেন মনোমুগ্ধকর গান, নৃত্য ও আবৃত্তি। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল স্পাইডারম্যান শো, যা ছোটদের মধ্যে অসীম আনন্দ ছড়িয়ে দেয়।


দিনের শেষাংশে মঞ্চ মাতিয়ে পরিবেশনা করে সিডনির জনপ্রিয় বাংলা ব্যান্ড “ধূমকেতু”। তাঁদের প্রাণবন্ত সংগীত ও পারফরম্যান্সে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

উপচে পড়া দর্শক, প্রাণবন্ত আয়োজন ও হৃদয়স্পর্শী মুহূর্তে রেমিয়ানস অস্ট্রেলিয়া রিইউনিয়ন ২০২৫ পরিণত হয় এক অনন্য মিলনমেলায়—যেখানে প্রবাসে থেকেও রেমিয়ানরা ফিরে পেয়েছে নিজেদের শেকড়, বন্ধুত্ব ও ভালোবাসার অটুট বন্ধন।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: