সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


মা : শাহান আরা জাকির পারুল 


প্রকাশিত:
১০ মে ২০২০ ২০:৩২

আপডেট:
১০ মে ২০২০ ২০:৩২

 

মনে পড়ে তোকেই মাগো এই সময়টি এলে 
বিপদ দেখে পালায় লোকে যখন আমায় ফেলে 
রোগবালাইরা যখন এসে জাপ্টে ধরে আমায় 
মাগো আমার কান্না আসে ভাবি তখন তোমায়!!
কি আসে যায় কারবা ঠেকা আমায় দেখতে আসে
জগৎ জুড়ে তোর মতো মা 
কেউ কি ভালোবাসে !
বিয়ের বয়স হতে না হতেই 
পাড় করে দাও পরের ঘরে 
তুমিও এমন ছিলে জানি 
বলেছো কত অশ্রু ঝরে !
দিনের পর দিন চলে যায় 
রেওয়াজ নীতি কত বদলায় 
বদলাওনা শুধু মাগো তুমি 
আড়াল থেকেই যাও যে চুমি
তুমি ভোলনা আমরা ভুলি 
তোমার দোয়ায় চরণ তুলি! 
যোজন যোজন দূর থেকে 
শুনি তুমি যাও যে ডেকে 
বিপদ এলেই সবার আগে 
তোমার মুখটি হৃদয়ে জাগে 
চোখের জলে কতই ভাসি 
মাগো তোমায় অনেক অনেক ভালবাসি !!

 

শাহান আরা জাকির পারুল
নাট্যকারলেখক  গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top