সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


চোখ বন্ধ করলেই : টুটু রহমান


প্রকাশিত:
১০ জুন ২০২০ ২৩:০৩

আপডেট:
১০ জুন ২০২০ ২৩:০৫

 

ইদানীং কেন জানি চোখ বন্ধ করলেই 
ভেসে বেড়ায় সোনালী স্মৃতি 
বুকটা হাহাকার করে ওঠা 
এ এক অন্যরকম ভালো লাগা ।

 

চোখ বন্ধ করলেই শৈশব কৈশরের স্কুল জীবন
মনে হয় এই তো সেদিনের কথা 
সহপাঠীদের নির্লোভ মেলামেশা 
নিঃস্বার্থ কাছে আসা ভালোবাসা । 

 

চোখ বন্ধ করলেই দেখতে পাই উদ্ধত যৌবন
কতইনা বাহারি রঙে রঙিন ছিলো
কখনো নিজেকে নায়ক
আবার কখনো ভেবেছি গায়ক ।


মাঝে মধ্যে চোখ বন্ধ করলেই কষ্টরা কাঁদায়
কোথাও নেই সততা আছে লোভ শঠতা 
স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক
এই ছিলো ব্রত মিথ্যা যত শত।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top