সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


পৃথিবী তোমাকে কি করে বাঁচাই  : আল মামুন মাহবুব আলম


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ২২:৩৪

আপডেট:
১৮ মে ২০২৪ ২১:৪৭

 

পৃথিবী তোমাকে কি করে বাঁচাব,
মত্যুপূরীকে বানিয়েছে উন্মাদেরা
ব্যবসাঘর!
সমস্ত পৃথিবী ’কি করে কি করে’ যেন
উন্মাদের দখলে৷

পৃথিবী তোমার নদিকে বদলে দিচ্ছি,
নদিকে পদানত করে উল্লাসে মাতি;
এ জল যতটুকু সব মানুষের জন্য
কে কোথা থেকে বলে এসে,এ
তোমার নয়,তারপর সব স্রোতহীন
পানাজমাট স্থির জল! শুনি শূণ্যে
মৃত্যুযন্ত্রণা ধ্বণি!

উষ্ণায়ণের হুঁশিয়ারি উন্মাদ শোনে না,
উত্তর-দক্ষিণ মেরুর হাজার বছরের
সব জমাট বাঁধা বরফ গলে বেরিয়ে
আসছে অচেনা, না-জানা,অদেখা অনুজীব,
প্রকৃতির প্রতিশোধ---

সমস্ত পৃথিবী আজ অর্থনীতির গোলাম,
শাসক সেজে উন্মাদেরা মেতেছে
নতুন নতুন খেলায়; কড়কড়ে নোট
সব অদৃশ্য হয়ে যাচ্ছে,অদ্ভুত অদেখা
মূদ্রার রণসজ্জার শয্যায়!

কোথায় গেলো সবুজ বৃক্ষের হাতছানি?
কোথায় গেলো দুরন্ত কৈশোরের নদিতে ঝাঁপ!
পৃথিবী তোমার সব কোমলতায় চিতাগ্নিঃ
স্পষ্ট মরণদশা সব প্রাকৃতিক নিয়ম কানুনের৷

তোমাকে কি করে বাঁচাই পৃথিবী,
ফলবতী বৃক্ষের নিধনে মেতেছে
সমস্ত উন্মাদ!
বৃক্ষ এখন বাজারে তোলা কাষ্ঠ বিশেষ---
জাতে মাতাল তালে ঠিক উন্মাদেরা এর
রক্ষক-ভক্ষক!

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top