সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


কন্যাপুত্রসম : মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ২২:৫৫

আপডেট:
২৯ জুন ২০২০ ২৩:৩৫

মোহাম্মদ ইলইয়াছ

 

তোমাকে দেখি নিত্যি শয়নে-স্বপনে নৌকার পালে
যৌবনভরা জোয়ারের জলে মাঝি-মাল্লার গানে
তোমার সন্দর্শন মূর্তি বৈশাখি পটে-বেহুলার যাত্রায়
তোমাকে দেখি শীতের উমভরা বুকের মাঝে। 

তোমাকে দেখি দূরের দিগন্তে নীল আঁচলের সুচিত্রা
সমগ্র ভূতল ক্যামোন ঢেকে রেখেছো শান্ত-বিমল ছায়ায়
তোমার দূরন্ত সন্তানেরা যদি রৌদ্রতাপে পোড়ে, ঘামে
তোমাকে দেখি জোছনা রাতের ঘুম জাগানিয়া গল্পে। 

তোমাকে দেখি একাত্তরের লাল- সবুজের পাতাকায়
কপালে লাল-টিপ, চোখে কাজল ও দু'হাতে লতার চুড়ি
জন্মভূমির সমান তুমি, আকাশ ছুঁয়ে মাতঙ্গিনীর মতো মাতো
তুমি আমার শিউলিমাতা, লক্ষীমন্ত ধানফসলী গর্ভধারিণী

তোমার বুকের দুধে বেঁচেছে কন্যাপুত্রসম বাংলাদেশ।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top