সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বিপন্ন মানবতা : ড. শাহনাজ পারভীন


প্রকাশিত:
২২ জুন ২০২০ ২০:২৩

আপডেট:
২০ জুলাই ২০২০ ২৩:৫৯

ড. শাহনাজ পারভীন

 

মানুষ কিভাবে সভ্য হয় চিরদিন?
সে কি তার বর্ণ,
সে কি তার বংশ,
নাকি তার শিক্ষা, না কি তার অর্থ অধীন?
দেশের বিচারে,
দশের বিচারে,
নাকি গায়ের বিচারে অমলিন!
শতাব্দীর পর শতাব্দী চলে যায়,
পৃথিবী বদলায় না
খোলসের বদল হয়,
প্রেতাত্মার বদল হয় না।
সময় চলে যায়,
কিন্তু সময় বদলায় না।
মার্টিন লুথার কিং যেমনটি বদলাতে পারেন নি
বদলাতে পারেন নি নেলসন ম্যান্ডেলা সময় অসময়
দশকের পর দশক শেষে তারা ফিরে আসে
ফিরে আসে জর্জ ফ্রয়েডের খোলসে
বারবার কালো মানুষের রক্ত ধারায়
সাদা পুলিশের হাঁটুর চাপে তাঁরা ফিরে আসে
মানুষকে অত্যাচারে বারবার ফিরে আসে তাঁরা
যেই হাঁটু গেড়ে মানুষ প্রার্থনা করেছে এতকাল
সেই হাঁটুই আজ পিষে দিচ্ছে জীবন, জনতা, মহাকাল
তাঁরা ফিরে আসে বিপন্ন মানবতায়
রাস্তার কুকুরের মতো যেনতেন অসম্মানে
আজও হত্যা হয় সভ্যতা
সে ঝাঁঝে বিমর্ষ আমেরিকা আজ
সিটি গুলো ক্রন্দণে বোধহীন যেন
ট্রাম্প আজ বাংকারে ঝিমায় এখন
পুলিশ তার প্রহরায় কম্পমান, প্রকম্পিত
হে মানুষ আগে সভ্য হও
বর্বরতা ভুলে যাও
মানুষকে মানুষ বলে সম্মান করো
সাদার বড়াই কোরো না অবধি!
সবার আগে মানবিক বোধ
সবার আগে রোধ প্রতিরোধ
মানবতার জয়গানে মুখরিত হোক
পৃথিবীময় ভালোবাসায় ভাসুক আবার।

 

ড. শাহনাজ পারভীন
কবি, কথাসাহিত্যিক, উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top