সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


কবি চন্দ্র ঘিমিরের নেপালি কবিতা "পুত্র হারানোর তৃতীয় দিন" : অনুবাদ- বিলোক শর্মা


প্রকাশিত:
১ জুলাই ২০২০ ২১:৪৪

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ১৩:০৮

 

অর্ধ অতিক্রান্ত সেই দিনটি
বছর বাইশের পুত্র
গিয়ছিল কেনাকাটায়-
ফেরত এল শুধু সব্জি ও ইঁদুর মারার ঔষধের থলি
এল পুত্রছাড়াই
হাঁটার পথে বেকসুর মারা পড়ল সে
অবান্তর প্ররোচনাযুক্ত  দ্বন্দ্বে।

দ্বিতীয় দিনেও
মা-বোনেরা
অচেতন মেঝের উপর অজ্ঞান হয়ে প্রসারিত
কোলাহলগ্রস্ত প্রতিবেশীরা
ছেটালেন জল, ধুইলেন অশ্রু
পুলিশেরা এলেন-গেলেন
ডাক্তারের পোষ্টমর্টেম সমাপ্ত
পত্রিকায় খবর প্রকাশিত
পড়ে সেরে পাঠকেরা নতুন খবরের দিকে-
আজই খ্যাতনামা নায়িকার বিয়ের জাঁকজমক।

কাঁদতে-কাঁদতে বাড়ীর কাছে কবর খুঁড়ে
বার্ধক্য ভাতাপ্রাপ্ত বাবা
দরিদ্র কোদালটিকে বিশ্রাম দিয়ে
পড়ে থাকা বৃদ্ধ টুপিটাও না তুলে
মাটির শোকার্ত ডিস্কোর উপর প্রতীক্ষারত
পুত্রের লাশ নিয়ে আসা রাস্তায়-
নিরক্ষর বাপ যে অনভিজ্ঞ
-কেন মারা পড়ল?
-লাশ এল না কেন?

তৃতীয় দিনও
দুই দলেরই দাবি
শহীদ ব্যক্তিটি কার, নিষ্কর্ষের জন্য বার্তা চলছে।

 

বিলোক শর্মা
কবি, লেখক ও সম্পাদক (দার্জিলিং এবং দোয়ারস)



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top