সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


কবর দেশে বরযখ উপমা : এনামুল হক টগর


প্রকাশিত:
২ জুলাই ২০২০ ২৩:০৫

আপডেট:
২ জুলাই ২০২০ ২৩:০৬

 

মৃত্যুর পরবতী জীবনই কবর দেশে বরযখ উপমা!
দেহ যেন নিরব কাপড়ে জড়ানো নিদ্রাভিভূত স্পন্দন প্রেমে!
মৃত ব্যক্তির মতোই কিন্তু পূর্ণ নিদ্রামগ্ন নয় তারা
পূর্ণবানের নেক আত্মা শান্তির ইল্ল্যীয়ান জান্নাতের অনুরূপ শান্তিময় দীপ্তকর!
আর পাপীর নফস শাস্তির সিজ্জিন জাহান্নামের অনুরূপ অশান্তির অঙ্গার!
বরযখবাসীরা নিমগ্নতায় দেহ চিত্তকে করে অনুভব
তাঁরা মৃত্যুর গহীন কবর দেশে দেখে আসমানী ফৌজ মুখোমুখি আজব! 
উপস্থিত প্রশ্ন করে পূর্ব জনমের কর্ম ও আমল সব,
এ যেন আলমে বরযখ অতন্দ্র নিদ্রায় জীবন্ত উপমা সুখ দুঃখ সজিব!
যদিও বরযখবাসীরা সম্পন্ন ঘুমে মগ্ন থাকে না!
তাদের বোধশক্তি জ্ঞানের ভেতর হাশর যেন নিমগ্ন অনুপাত দ্বীনের জীবন!
নেক আমলকারী ভোগ করে ইল্ল্যীয়ানের সুখ ও আনন্দ
আর পাপী বদ আমলকারী ভোগ করে সিজ্জিন শাস্তি বিষাদ!
এই বরযখ উপমার ভেতরই লুকিয়ে আছে জান্নাত 
আর জাহান্নাম রহস্যের গোপন ও লুকানো ভেদ উপমা তত্ত্ব!
মহাসমাবেশের পূর্বদিন পর্যন্ত তাদের বাসস্থান বরযখ
দ্বীন ও ধর্ম আমল করেছে তাদের শ্রেণি ইল্ল্যীয়ান ও  সিজ্জিন আনন্দ দুঃখ।

 

লেখক: এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top