সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ভয় : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
৪ জুলাই ২০২০ ২২:২৪

আপডেট:
৪ জুলাই ২০২০ ২২:২৫

 

প্রিয় রাষ্ট্র--
আমার পূর্ব পুরুষ যখন হেঁটে গেল
দৃঢ় পদক্ষেপে ষ্টেনগান হাতে
প্রেয়সীর দেহে তখন শকুনের উল্লাস।
সন্তান আর স্ত্রীর চিৎকারে
প্রকম্পিত গোটা ধরণী।

কথা ছিল, তুমি আমার হবে।
এই আকাশ, মেঠো পথ
এই একলা দুপুর , দূরন্ত বিকেল
প্রজাপতির ডানা, জোসনা রাত
সব, সবটা আমার।
কথা রাখোনি তুমি।

অসংখ্য জনসংখ্যার ভিড়ে
মানুষ শুন্য এই গ্রহে
একই অবয়বে মানুষ আর হায়না
গৃহ, প্রতিষ্ঠান, বাহন, রাজপথে।

অন্ধ, বধির, বোবা জীবন জুড়ে
ভয়, ভয় আর ভয়।
আমার  পূর্ব পুরুষের ভিটায় এখন
ভয়ের চাষ হয় নিয়ত।   

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top