সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মুহূর্তঃ চতুর্থ ভাগ : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ২০:৫৯

আপডেট:
৪ মে ২০২৪ ১০:৫৫

 

খুব বেশি মধু মাখা
বড়ো খুশি কালো
অন্ধের সাহসমতো
সূর্যভরা আলো

বৈকাল যেমন আঁকো
তা নয় অজর
দুঃখের সায়রে ভাসা
পদ্ম গুনধর

মেঘেদের ঝুল লেগে
ডর পায় চিল
বৃষ্টি ফেলে বজ্র ধরে
চোখের অমিল

হল্লাবাড়ির দেয়াল
আর খোয়াভাংগা ছাদ
যতো আর্তনাদ
পোড়া ঘাস এবং মরা ডাল
অধিক বিবাদ

পশ্চাতে বিয়োগ-ভাগ
বিরহের অস্তরাগ
সম্মুখের যোগ-গুন
ঘষামাজা হারপুন।

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top