সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


খোয়াবনামা : শাহান আরা জাকির পারুল 


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ২১:৪০

আপডেট:
৩০ জুলাই ২০২০ ২২:৪৯

 

এ কেমন খোয়াব চলে অস্তিত্বজুড়ে!
ভালো লাগার সুখ চেতনাগুলি আনন্দ দেবীর নিরলস চেষ্টায় ভঙ্গুর পড়ে আছে নর্দমার খোলা আবর্জনায়!
চারদিক সুনসান, পাতা ঝরা অলস দুপুর! পালায়নি দাঁড়কাক,
লাইটপোস্টের বৈদ্যুতিক তার থেকে! বর্ষার কদম হাসে নিত্য যৌবনে!
আকাশ মাটির বিরহী আলিঙ্গন দিবানিশি একাকার! হতাশার ঠাঁই নেই,
মৌনতা সাথী হয় কারো নীল বুকে! অপেক্ষার প্রহরগুলি নিদারুন মোহময়!
স্বপ্নের খোয়াবনামার আলিঙ্গন দিবানিশি۔۔۔۔
সফেদ সমুদ্রসম প্রচন্ড ঢেউ তুলে হৃদ্দিক বাসনা চেপে, 
আশা আর নিরাশার দোদুল দোলায় সময়তো একদিন আসবেই!
দুরাশার পাহাড় ভেঙ্গে অমিয় ঝর্ণাধারায়,
কিশোরী বালিকার মতো রংধনু আবির মেখে, নৃত্যের ছন্দ তুলে পৃথিবী রাঙ্গাবে ঠিক!
এ কোন খোয়াব নয়,
চোখ দুটি স্ফুলিঙ্গের মতোই সদা জাগ্রত স্থির চলমান!!

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top