সফর সঙ্গী : সুতপা দাশ ভৌমিক


প্রকাশিত:
১২ আগস্ট ২০২০ ২২:৫৩

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১৫:১৯

 

জীবনের সফর দীর্ঘ হবার কথা ছিল
দু'জনের এক সড়ক ধরে এক সাথে।
চলতে চলতে তোমার ক্লান্তি এসেছিলো
বুঝতে পারিনি প্রিয়তম তাই থামতে হলো।
তুমি বিশ্রাম নিতে চলে গেলে
নিকষ কালো আঁধার ঘরে।

আমি দীপ জ্বালিয়েছি সেখানে অনেক।
আঁধার যে তোমার অপছন্দের অসচ্ছন্দের জানা আছে প্রিয়। 
আমিও আমার সফর থামিয়েছি 
তোমার সমাধি পাশে।
আমার অবস্থান এখন কুটীর মাঝে দীপ 
জ্বালাতে থাকবো পাশে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top