সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পনেরোই আগস্ট ও আহত মানচিত্র : ডা মালিহা পারভীন


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ২২:০৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৬:০৫

 

সেই অতি শৈশবে যখন শুনেছি বাহান্ন, ঊন সত্তুরের কথা -
শুনেছি স্বাধীনতা, ভাষা আন্দোলনের ইতিহাস -
সেই থেকে আমি বার বার পিছনে ফিরি।

আমি প্রথম কাতারে বসে শুনি সাতই মার্চের অমিয় বানি
ইতিহাসের বারান্দায় দাঁড়িয়ে দেখি মহা মানবের সেই বজ্রমুঠি।

সেই থেকে ইচ্ছে করে শহীদ মিনার, স্মৃতি সৌধ হই,
মিছিলের রাজপথ হই, ব্যানারের রক্তাক্ষর হই।
জেলখানার গরাদের শিকে বংগবন্ধুর স্পর্শ হই যেখানে তিনি রেখেছেন হাত,
আকাশের দিকে তাকিয়ে খুঁজেছেন বাঙালীর মুক্তি সোপান।
ইচ্ছে করে তাঁর চশমার কালো ফ্রেম হই, সফেদ পাঞ্জাবির ঝুল হই।
ইচ্ছে করে তাঁর গভির চোখ হই, হই চুলের ঢেউ
বজ্র কন্ঠের চকিত বিজলী হই।

আজকের যৌবন যদি নিয়ে যেতে পারতাম সেই অতি শৈশবে,
পনেরোই আগস্টের কালো সুর্যকে পাঠাতাম বনবাসে --
বুক পেতে দিতাম ঘাতক বুলেটে হাসি মুখে ,
বর্ম হতাম জাতির পিতার।
বংগবন্ধু মানেই তো বাংলাদেশ,
বংগবন্ধুর রক্ত মানেই রক্তাক্ত মানচিত্র।

আমি সেই রক্তা ভেজা লাল সূর্য লুকাই বুকে,
আমি সেই আহত মানচিত্র দেখি আগস্ট এলে,
দেখি অশ্রুভেজা বাংলাদেশ,
দেখি অশ্রুভেজা ইতিহাস।।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top