সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


এক ঘোরলাগা খেলায় মহাজগৎ : ড. শাহনাজ পারভীন


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২০ ২৩:১৩

আপডেট:
১২ নভেম্বর ২০২০ ০৭:১০

শাহনাজ পারভীন

 

আজদাহা গর্জন, জলজ আতংক আর শত্রুর অস্ত্র  থেকে রক্ষায় সমুদ্রে গড়েছিলে স্ফটিক পথ
তুমিই তো দিয়েছিলে অতঃপর ভাবনাহীন নির্ভেজাল দিন
নিমজ্জিত করেছিলে গোত্রসহ শ্রেষ্ঠ অহংকারীকে চোখের নিমিষেই নীলনদে!

তুমিই তো ছুরির ঝিলিক থেকে, ধারের বিপদ থেকে, রক্তের  ফিনকি থেকে বার বার
প্রিয় সন্তানের কুরবানী রক্ষা করে
তোমার আরশ থেকে নামিয়েছিলে পবিত্র দুম্বা এক, জীবন্ত সন্তান, প্রিয়ধন হাসিমুখ দিয়েছিলে তাঁর!

গনগনে, দাউদাউ আগুনের ফুলকিকে তুমিই বানিয়েছিলে ফুলের বাগান,
একেকটি রক্তাভ পাপড়ি থেকে শুরু করে এতটুকু তাপ, আঁচ লাগতে দাওনি তার শরীরে যতন।
সে বাগানে হাসিমুখে তাসবীহ হাতে আরাধ্য তোমার
অথচ তারই চারিপাশে জ্বলছিল দগদগে আগুনের ক্ষত!

তুমিই তো মাছের পেটের মতো সরু, চিকন, অপ্রশস্ত কামরায় নিরাপদে রেখেছিলে তাকে,
তুমিই তো রোষানলে তপ্ত ঝড়ের মতো ভীষণ আঘাতে মুহূর্তে  ফেলেছিলে নৌকার নিরাপত্তা থেকে গভীর শোকাভূত জলে।
আবার তুমিই রক্ষা করো হা করা মাছের গিলে ফেলা হজম বিহীন পেটের কোটরে অবচিতে!

তুমিই ক্রুশবিদ্ধ বিপন্ন-বিস্ময়ের ভেতরে নিজ হাতে তুলে নাও আরশে তোমার।
যুগে যুগে কালে কালে এইসব নিদর্শন জানিয়েছো গভীর নিনাদে।

তুমিই বাঁচিয়েছো নুহের প্লাবন থেকে জোড়ায় জোড়ায়!
তুমিই বাঁচিয়েছো গভীর কূপের ভেতর নিজ মহিমায়!
কুষ্ঠ রোগের ভোগে এক যুগ তুমিই সহায়
তারপর যাবতীয় সম্পদ, সন্তান হাসিমাখা জীবন তাহার!

জীবন যখন বিপন্ন শত্রুর মুখ থেকে রাতের অন্ধকারে
তুমিই বাঁচিয়ে দিলে মরুভূমির উটের লাগামে,
সামান্য মাকড়সার জালে ঢেকে দিতে গুহামুখ কি ক্যারিশমা তোমার!
সেই তুমি সময়ের শেষে স্বদেশে ফিরিয়ে আনো বিজয়ীর বেশে!
আবার তাহাকে সূর্যোদয়ের মতো বারবার!

আমাকেও রক্ষা করো ভালোবেসে অতীত দিনের মতো
জ্ঞানের সীমিত পরিসীমায় অসম পন্থার ভেতর আমার!
তুমিই তো হাত ধরে রোজ আনো তিরতির স্রোতের কিনারায়
জানি, কি এক ঘোরলাগা খেলায় মহাজগৎ যেভাবে শিখেছিল অফুরন্ত পথচলা
সেভাবেই ধীর লয়ে আমাকে নিয়ে যাবে নিঃশঙ্কায় জীবনের শেষ সীমানায়।

 

ড. শাহনাজ পারভীন
কবি, কথাসাহিত্যিক, উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।

 

এই লেখকের অন্যান্য লেখা 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top