সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


তবু আমি ভালো আছি : নেহাল অর্ক 


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২০ ২৩:২২

আপডেট:
১৯ মে ২০২৪ ০২:১৭

 

সভ্যতার উড়ন্ত সিড়িতে ছাপ রাখছে মানবতার বিপর্যয়
গুমরে ওঠে নিরীহ  মা-বোনের অস্ফুট আর্তনাদ,
রক্তাক্ত ছুরি জাবর কাটছে নতুন অধ্যায়ের আলোচনায়
বর্তমানের নীচে চাপা পড়ছে অতীতের জীবন্ত লাশের ইতিহাস ;
তবু আমি ভালো আছি, সত্যি সেলুকাস!

বিমূর্ত রাতের জোছনার ফাঁকে আঁধারের কালো হাত উঁকি দেয়
খোশগল্পে মত পাল্টায় নীতির লালফিতা,
মুষড়ে পড়া বিবেক ক্লান্ত দেহে ঘুমিয়ে থাকে প্রাণহীন হয়ে
প্রতিদিনের জীবন থেকে শুষে নেওয়া প্রাণের স্পন্দন
বুকপকেটে রাখা থাকে রুমালের ভাঁজে,
যেনো ক্ষুধার তাড়নায় বোধহীন উলঙ্গ পাগলের এক নির্মম উল্লাস;
তবু আমি ভালো আছি, সত্যি সেলুকাস!

বুলেটের নীচে নতুন সংস্কৃতির আড্ডায় রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকে 
প্রতিবাদী মিছিলের আওয়াজ খামছে ধরে শকুনের লোভাতুর চোখ;
ধ্বংস স্তুপের নিচে আর্তনাদ করছে রাষ্ট্রের যতো প্রতিষ্ঠান
অপলক চেয়ে আছে নির্লিপ্ত চোখে, যেনো ভাষাহীন এক প্রতিবাদ।
ভাগ্য বিধাতা শোষণের নীচে পিষে মারছে মানুষের মৌলিক অধিকার,
যেনো শুটকি মাছের নৌকায় ক্ষুধার্ত বিড়ালগুলো নিষ্ঠুর পাহারাদার
আর, প্রহসনের সম্মলনে দামী ঘোড়াদের চলতে থাকে উন্নয়নের বাহাস;
তবু আমি ভালো আছি, সত্যি সেলুকাস !

 

নেহাল অর্ক
কবি, হবিগঞ্জ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top