সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


আসবে কবে : সারওয়ার জাহান শেলী


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:২৬

আপডেট:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:২৯

 

বসন্ত শেষ, এখনও আমার দেখা হলো না কিছুই;
বর্ষা শুরুĮ
কদম, বেলী তো ফোঁটেনি এখনও কোন ডালে!

না থাক কদম, না থাক বেলী,
কোন কিছু তো আর এসে যায়না তাতে!
দক্ষিনা বাতাস এখনও দোলায় মন, নাচায় হৃদয়,
গাঢ় মেঘে চাঁদের আলো কাঁপায় দেহ ওই অপরূপ
আঁধারের বিহ্বলতায়!

আর,
তখন আঁধারে আঁধারে তোমার ওই নির্যাসের
অরূপ ঘোরে স্পৃষ্ট দু’হাত আমার
সিল্ক-মসলিনের অপরূপ পেলবতা মাখতে মাখতে চেয়ে থাকে
পথে;
তুমি আসবে কবে?

 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top