সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


প্রেম স্ফুরণ : আল মামুন মাহবুব আলম 


প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ২১:০৪

আপডেট:
১৮ মে ২০২৪ ২২:২৬

 

যখন কিশোরী কন্যাটি দূরে সরবে
কিছুটা নির্লজ্জ হচ্ছে প্রথম প্রথম, 
ঠিকই ও প্রেমের দুয়ারে পৌঁছে গেছে

ছলে ও অছলে কিছু একটা লুকোবে
মুগ্ধ চোখ আয়নাতে, ঘুরিয়ে ফিরিয়ে
দেখতে দেখতে অকারণে হেসে উঠে

ঠিকই চতুরতায় নিজেকে সামলে 
নেয়ার ভাবটি করছে, প্রেমে পড়ছে
কিংবা প্রেমের মায়াজালে জড়িয়ে যাচ্ছে

হঠাৎ নিজেতে নিমগ্ন আত্মজা অবাক  
ভাবটি দেখাবে, কই কিছু না তো! এতো
কিছুর প্রশ্ন আসছে কেন যে! জিজ্ঞাসু চোখে

নীরিক্ষণ করতে করতে উল্টাপাল্টা  
কিছু একটা বুঝিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? 
সে সব বোঝে, শুধু বুঝে উঠেনা, শুধু

কিছুতেই টের পায়না বাবারা সব… 
এসব বুঝতে পারছে, প্রতিটি রউ
রঙ্গিন দৃষ্টি বাবারা বুঝে উঠে ঠিক

ঠিকই,বাবারা এসব অঙ্ক কষতে
কষতে বড় এবং বয়স্ক হয়, হচ্ছে;  
কিশোরী এখন যুবতী হবার পথে… 

কিশোরী নাচে শুকনো পাতার নুপুর 
পায়ে, বাবা দেখে গাউচিল উড়ে যায়
তার স্নেহের পরিধি বৃত্তের বাইরে

লজ্জার খোলস ভাঙ্গে, ভেঙ্গে পড়ে খসে
অবলীলায় ঘটে গেছে প্রেম স্ফুরণ!  

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top